আমি পেপ্যাল নিয়ে যথেষ্ট সমস্যায় পড়েছি । অনেক চেষ্টাও করলাম কিন্তু কিছুই হল না । বরং পেপ্যালের সেন্ডিং লিমিট ০ হয়ে গেল। ভেরীফাই করতে বলে । তাই সিদ্ধান্ত নিলাম একাউন্ট আর রাখব না ।
ধন্যবাদ
আমি Mahfuzar Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 254 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am moving ....
ভাইজান, o লিমিসটহ কোন একাউন্টে যদি ১০০০ ডলারও থাকে তারপরও ওটার তো কোন কানাকড়ি মূল্যও নাই। ওটা ভেরীফাই করা ছাড়া টাকা তোলা সম্ভব হবে না। আর শুধু কার্ড দিয়ে ভেরীফাই করা যাবে কিনা তাও সন্দেহ। করা গেলেও মনে হয় রিয়েল কার্ড লাগবে, ভিসিসি দিয়ে হবে না।
যাই হোক, আমি একটা রিস্ক নিতে চাই। তবে খুব বড় না। ৫ ডলারের। হ্যা আমি পুরো একাউন্টের জন্য ৫ ডলার অফার করতেছি, ক্যাশ অথবা ফ্লেক্সি।
যদি ভেরীফাই করতে পারি তবে লাভ হবে, নাহল আমার পুরোটাই গচ্চা।
অফার পছন্দ হলে নক কইরেন। আমার জিটক/এমএসএন আইডিঃ alamin(এট)iBabar.com