টেকি ভাইরা এই অধমরে ইকটু সাহায্য করেন নইলে মইরা যামু

আমার পিসিতে একটা সফটঃ ডাউনলোড করতে যেয়ে ভুলে WEBPASS নামে একটা rar ফাইল ডাউনলোড করে ইন্সটল করি দেখলাম কিছুই আসলো না ।এখন খুব ভয় লাগছে যে এর মাধ্যমে কি আমার সব পাসওয়াড কেউ পেয়ে যাবে? আমি এখন কি করলে এই দুশ্চিন্তা থেকে মুক্তি পাবো ।
দয়া করে ভাইরা সঠিক পথের সন্ধান দিন ।
ফাইলটি ৮ মে বাঃ এর এবং ইনস্টল এর সময় ডস মুড ওপেন হয়েছিল ।

Level 0

আমি রাজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 286 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কি লগার হতে পারে।আপাতত গুরুত্তপুর্ণ সাইট গুলোতে লগিন না করে যে ড্রাইভে সেটাপ করেছিলেন সেটি ফরম্যাট দিয়ে অপারেটিং সিস্টেম পুনরায় সেটাপ দিন।

    ধন্যবাদ নাঈম ভাই দেখি কয়েকদিন পর সেট আপ দিব ।

নাইম ভাই সেট আপ ছাড়া কোন উপায় নাই?

    Level 0

    আছে সেটা হল সিষ্টেম রিষ্টোর
    অবশ্য আপনি এক্সপার্ট লেভেলের হলে ম্যনাউয়ালি কান ধরে এগুলো ডিলেট করতে পারতেন

    সিস্টেম রিস্টোর করলেও অনেক সময় এই টুলস গুলো থেকে যায় আর যেহেতু আপনি ম্যানুয়ালী এগুলো খুজতে পারবেন না বা অনেক সময় লাগবে তাই ফরম্যাট করে নতুন করে সেটাপ দেয়াই সবচেয়ে ভাল।

Level 0

USE ANTI KEY LOGGER. keyscrambler is a good anti key logger, you can use that. and restore your firewall settings, beware whenever you allow any application to internet.

লাকি ভাই ইক্টু ক্লিয়ার করে বললে ভাল হতো । আমি সিস্টেম রিস্টোর করেছি কয়েক দিন আগের ডেট দিয়ে ।

আমি হলে এইটা করতাম,যেই ড্রাইভে সেট আপ দিয়েছে সেইটা ফরমেট করতাম, আর অন্য কোন ড্রাইভে কিলগার কোন ফাইল ফোল্ডার ফেলে ডিলেট করে দিতাম। যেই কোন কিলগার সফট দিয়ে এন্টিভাইরাসকে আপডেট দিয়ে চালিয়ে নিতাম।

৮ মেগাবাইটের কোন সফটয়্যার ভাইরাস হয় না । আমার মনে হয় এটা UHARC দিয়ে কোন Compressed ফাইল যেটা ডসমুডে Install করে থাকে । ফাইলটি কোথায় Install দিয়েছেন সেখানে গিয়ে এটাকে রান করানোর চেষ্টা করুন । অথবা পুনরায় Install দিন এবং দেখুন এটা কোথায় File গুলোকে Extract করছে ।

    ভাই দেখলাম temp এ দেখাচ্ছে কিন্তু কোন ফোল্ডারের ভেতর তা পাই নাই । খুব দ্রুত হয় তো তাই । উইন্ডজ রিপেয়ার করেছি তাতে কি কাজ হবে?

    Start Menu থেকে RUN এ ক্লিক করুন । তাতে %Temp% লিখে Enter দিন । এই Temp ফোল্ডারে দেখুন কোথায় File গুলো Extract হয়েছে ।

    ভাই "Start Menu থেকে RUN এ ক্লিক করুন । তাতে %Temp% লিখে Enter দিন । এই Temp ফোল্ডারে দেখুন"সেইটা যানি কিন্তু temp এর কোথায় আছে তা পাই নাই । আর আমার মনে হয় extract হয় নাই শুধু একটা ফাইল create হয়েছে । উইন্ডজ রিপেয়ার করে সেটাপ দিয়েছি তাতে কি হবে?