আমার সাইট এর বয়স প্রায় এক মাস। লিঙ্ক বিল্ডিং এর জন্য বিশেষ কিছু ই করি নাই। আজকে আমার সাইট ওপেন করে দেখি গুগল টুলবার এ page rank ০ দেখাচ্ছে (যদিও http://www.prchecker.info/check_page_rank.php তে N/A দেখায়)। আমি কি এখন adsense এর জন্ন,বা আর্টিকেল লেখার কোন ওয়েবসাইট এ আমার ব্লগ অনুমদিত হবার জন্য আবেদন করতে পারব?
সাহায্য বিভাগে পোস্ট করা আমার এই টিউন টা আমার অনেক কাজে এসেছে ।
এই ত্রুটি গুলো ঠিক না করলে এত তাড়াতাড়ি pr-0 পেতাম না।
আমি murad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
রহস্য খুজে বেড়াই
পেজ রেঙ্ক এর প্রথম সীমাই হচ্ছে ০ ।এটি ১ থেকে শুরু করে সর্বোচ্চ ১০ পর্যন্ত হয়।সার্চিঞ্জিনে সাবমিট করা নতুন হওয়া সাইট সহ কম ট্রাফিকওয়ালা সব সাইটের পেজর্যাঙ্ক ০ দেখাবে।।সাইটে ভিজিটর না থাকলে এডসেন্স এর আবেদন না করাই ভাল।সার্চ ইঞ্জিনের বিভিন্ন টুলস(এন্যালাইটিক্স,ওয়েবমাষ্টার) ব্যবহার করুন।সর্বোপরি সাইটের কন্টেন্ট বাড়ানোর চেষ্টা করুন।