ইন্টেল ও এ এম ডি এই পর্যন্ত কত সিরিজের প্রসেসর বাজারে ছেড়েছে। ্যেমন, ইন্টেল এর প্রথম পর্যায়ের প্রসেরসর সেলোরন,পেন্টিয়াম অথ্যাৎ এই ফ্যামিলিগুলোর নাম। ইন্টেলের এই নামের প্রসেসর গুলির পার্থক্য কি ।Core 2 Quad> Core 2 Duo> Dual Core এইগুলি তো মনে হয় সবগুলি দুই কোরের প্রসেসর । কাহারো জানা থাকলে শেয়ার করবেন।
আমি আউয়াল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 1530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Core 2 Quad এ ৪টা থ্রেড আছে (যত থ্রেড, পারফরমেন্স বেশী) এবং ৪টা কোর। Core 2 Duo তে ২টা কোর, ২টা থ্রেড। আর Dual Core এ ২টা থ্রেড ২টা কোর হলেও এর Level 3 (L3) Cache মাত্র ২মেগাবাইট, যেখানে Core 2 Duo তে ৩মেগাবাইট। প্রসেসরের ক্যাশ মেমোরি যত বেশি হয়, তত ভালো কাজ করে। Core 2 Quad এ ১২মেগাবাইট L2 ক্যাশ রয়েছে। Core 2 Duo তে প্রসেসর দুইটা Parallar পদ্ধতিতে এবং Dual Core এ Series পদ্ধতিতে কাজ করে। বিস্তারিত জানতে ইন্টেলের ওয়েবসাইট দেখুন।