আমি Windows XP ও Windows 7 ব্যবহার করি।। আমার (Nokia-র BH-503) হেটফোনটি মোবাইলে কানেক্ট হয়, কিন্তু এই হেটফোনটিকে PC-র সাথে কানেক্ট করতে পারছিনা।
যদি কারো এই বেপারে জানা থাকে (হেটফোনটি PC-র সাথে কিভাবে কানেক্ট করতে পারি) তাহলে দয়া করে জানাবেন।
লেখায় কোন ভুল হলে আমাকে ক্ষমা করবেন।
আমি Prince Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যদি আপনার এই হেড- ফোনটা ব্লুটুথ হয় তাহলে এই কাজটা করার জন্য একটা এক্সট্রা ব্লুটুথ MACHINE কিনেত হবে যার বর্তমান মূল্য ৪০০- ১০,০০০/=।
কোনো ব্যাপারই না। ২০০টাকা দিয়ে একটা ব্লুটুথ কিনেন। তারপর ওটা পিসি এর সাথে পেয়ার করান। পেয়ার হয়ে গেলে মিউজিক প্লে করলে তা ব্লুটুথে বাজবে 🙂
যদি আপনার এই হেড- ফোনটা ব্লুটুথ হয় তাহলে
এই কাজটা করার জন্য একটা এক্সট্রা ব্লুটুথ MACHINE কিনেত হবে যার বর্তমান মূল্য ৪০০- ১০,০০০/=।