প্রায় অ্যাড দেখি দামও অনেক কম। মাঝে মাঝে অফার ও দেয় দেখি, আমার কথা হল সঠিক উপায়ে এই অনলাইন শপ থেকে কিছু কিনে ডেলিভারি নেয়ার উপায়। পেমেন্ট সিস্টেম কতটুকু সিকিউর? প্রোডাক্ট কোয়ালিটির ব্যাপারেও জানতে চাই।
কেউ কি কিনেছেন কিছু? ভ্যাট দিতে হয় কি এক্সট্রা।
আমি প্রিন্স মাহামুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আলিএক্সপ্রেস থেকে কিছু কিনতে চাইলে আপনার প্রয়োজন হবে একটি ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ডের। কারন USD ছাড়া এখানে পেমেন্ট করা যায়না। আবার আপনি ডুয়াল কারেন্সি কার্ড করলেই ইন্টারন্যাশনাল লেনদেন করতে পারবেন না। সেজন্য আপনাকে ডলার এনডোর্সমেন্ট করে নিতে হবে। এক্ষেত্রে আপনার অবশ্যই পাসপোর্ট প্রয়োজন হবে। সুতরাং বুঝতেই পারছেন এটা তেমন একটা সহজসাধ্য না। তবে হতাশ হবার কিছু নেই। আমাদের দেশে বিভিন্ন এজেন্ট আছে যারা আপনার কাছ থেকে আলিএক্সপ্রেস এর প্রোডাক্ট অর্ডার নিয়ে পন্যটি আপনাকে এনে দিতে পারে। এখানে তাদেরকে ডলার রেট কিছুটা বেশি দিতে হয়। যেমন ধরুন ডলার প্রতি ৯০-১০০ টাকা করে পেমেন্ট করতে হয়। আপনি যে প্রোডাক্ট আলিএক্সপ্রেস থেকে নিতে আগ্রহী তার লিংক এজেন্ট এর ফেজবুক পেইজে দিলে তারা আপনাকে পন্যের দাম জানিয়ে দিবে। পন্যটি অর্ডার করলে এর মূল্য সাধারনত তারা অগ্রীম নিয়ে থাকে। এ ধরনের কিছু এজেন্ট এর নাম (Facebook Page) দেয়া হলঃ RealMati.com, Ali Express Shoppers BD ইত্যাদি। যেকোন এজেন্টকে অর্ডার করার আগে ভালভাবে যাচাই-বাচাই করে নিবেন। অগ্রীম টাকা দিয়ে কারো কাছে প্রতারিত হবেন না।
ধন্যবাদ।