আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভাল আছেন। আমি জানি সেডো নিয়ে অনেক টিউন খুজলে পাওয়া যাবে টেকটিউনসতে।
আজ আমি আপনাদের কাছে সেডো সম্পর্কে কিছু তথ্য নেবার জন্য হাজির হলাম।
প্রশ্ন এক। সেলের জন্য তোলে রাখা ডোমেইনে যখন কেউ সেডো তে বিড করে তা এক্যাউন্টে নোটফাই আসে এবং সেল দিতে আগ্রহিকিনা বা ডিসকাস করার সুযোগ দেয়। প্রস্ন হল আমি যখন রিপ্লাই দিতে যাই আমার হুইজ ইনফো শো করে এবং ওদের টার্মস এন্ড কন্ডিশন এপ্লাই মার্ক করতে বলে। এখন এখানে হু ইজ শো করে কেন?
প্রশ্ন দুইঃ যদি আমি ডোমেইন সেল দেই তাহলে কখন আমাকে ডোমেইন ট্রান্সফার করতে বলবে?
আগে ডোমেইন ট্রান্সফার করতে হবে নাকি? নাকি সেডো আগে আমাকে পে করবে?
প্রশ্ন তিনঃ পেমেন্ট ব্যাংক অথবা পেপালে নেওয়া যাবে উল্যেখ আছে, এখন আমি ব্যাংকে নিতে আগ্রহী এতে আমাকে এক্যাউন্ট এড করতে হবে প্রশ্ন হলো একেত্রে কোন ব্যাংক ভাল হবে?
আশা করি সিনিয়র রা এগিয়ে আসবেন সাহায্যের জন্য।
ধন্যবাদ
আমি তাহশিক সাদমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বালের সাইট আগের টেকটিউন্স নেই শুধু টাকা খাবার ইনকামের ধান্দায় থাকে এডমিন রা তোমাদের এসিড বের জন্য একসময় কুত্তাও মুততে আসবেনা সাইটে।