এডসেন্স নিয়ে দ্বিধায় আছি

আমি একটি সাইট এ এডসেন্স এর এড দিয়েছি. কিন্তু কিছু দিনের মাথায় এর Page CTR 7.65% হয়ে যায় এবং আমি ওই সাইট থেকে এড তুলে নেই। কিন্তু ঘাপলা লাগলো যখন দেখি নতুন ভারশনে Page CTR 7.65% এবং পুরাতন ভারশনে Page CTR 3.19%।

এরকম হওয়ার মানে কেউ কি বলতে পারেন?

আমি নিজে ক্লিক করি নাই, কিন্তু ফেসবুক অন্যান্য জায়গায় লিংক দিয়েছিলাম। এতে ত সমস্যা হয়ার কথা না।

কি করি বলতে পারেন?

নতুন ভারশনে

পুরাতন ভারশনে

Level 0

আমি নীল দরিয়ার মাঝি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি ফেসবুক, টুইটার এই ধরনের সাইটে দিয়েন না।
সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর আনার চেষ্টা করেন। সিটিআর কমে যাবে এম্নিতেই।

সেটা ত বুজলাম ভাই কিন্তু দুই ভারসনে দুই রকম সিটিআর এটা কিভাবে নিব। আর আমি কোন ভারসন ইউস করব?

নতুন ভারশনটা এখনো বেটা মানে পরীক্ষামূলক পর্যায়ে আছে তাই কোডিং এ ঝামেলা থাকতে পারে, আপাতত আগের ভারশনের টাকেই সঠিক হিসেবে ধরুন, আর হটাত করে সিটিয়ার বেড়ে যাওয়ার কারণ হয়তোবা ইচ্ছাক্রিত ক্লিক… একটু ভালো ভাবে এডগুলো মডারেট করে দেখুনতো কেউ ফেক ক্লিক করেছে কিনা…

আগে চেক করে দেখুন কোনটা কতদিনের জন্য রিপোর্ট দেখাচ্ছে। নতুনটা ডিফল্টভাবে ৭ দিনে সেট করা থাকে। আর পুরানটা মনে হয় ১ দিন।

    নতুনটা ডিফল্টভাবে ৭ দিনে সেট করা আর পুরানটা ১ দিন।

    আমি ওই সাইট এ এডসেন্স আপাতত বন্ধ রেখেছি। আগে ভাল করে বুঝি।