আমি একটি সাইট এ এডসেন্স এর এড দিয়েছি. কিন্তু কিছু দিনের মাথায় এর Page CTR 7.65% হয়ে যায় এবং আমি ওই সাইট থেকে এড তুলে নেই। কিন্তু ঘাপলা লাগলো যখন দেখি নতুন ভারশনে Page CTR 7.65% এবং পুরাতন ভারশনে Page CTR 3.19%।
এরকম হওয়ার মানে কেউ কি বলতে পারেন?
আমি নিজে ক্লিক করি নাই, কিন্তু ফেসবুক অন্যান্য জায়গায় লিংক দিয়েছিলাম। এতে ত সমস্যা হয়ার কথা না।
কি করি বলতে পারেন?
নতুন ভারশনে
পুরাতন ভারশনে
আমি নীল দরিয়ার মাঝি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি ফেসবুক, টুইটার এই ধরনের সাইটে দিয়েন না।
সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর আনার চেষ্টা করেন। সিটিআর কমে যাবে এম্নিতেই।