আসসালামুআলাইকুম...প্রিয় টেক টিউনার ভাইয়েরা...।।কেমন আছেন?
টেকটিউনস আমার খুব পছন্দের সাইট।কিছুদিন ধরে আমি টেকটিউন্স এর সাইট এ যখন ব্রাউস করি তখন একটি সমস্যার সম্মুক্ষিন হচ্ছছি।আমি ২টা ছবি শেয়ার করব।সেটা দেখলেই বুজবেন।আমি ডাউনলড ম্যানেজার ব্যবহার করি।জখন টেঁকটিউন্স এ ঢুকি তখন ২টা ফাইল আসে জা আমাকে ডাউনলড করতে বলে।এটার কারনে আমার পুরা ব্রাউসার হ্যাং হএ জায়।এটা নিএ মহা সমস্যায় আছি।টেঁকটিউন্স এর প্রতি পেইজ এই ওই ২টা ফাইল আসে ...এর কারন টা কি? আমি ইন্টারনেট ডাউনলড ম্যানেজার ব্যবহার করি ফুল স্পীড পাবার জন্ন।এবং এটা বাদ দিতে পারবনা।
ব্যাপার টা বুঝতে পারছিনা।আপ্নার যদি কেও জানেন তবে আমাকে জানাবেন ...।।
আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।
এটা আমারো হতো।পরে IDM এর option থেকে techtunes এর কোন file auto download disable করে দিয়েছি।এখন সমস্যা হয় না।