Blogger.com এ একটা সাইট খুলেছি যদিও তাতে এখন পর্যন্ত তেমন কিছুই যোগ করা হয়নি শুধু একটা ইংরেজী আর্টিকেল ছাড়া। কিছুদিন আগে একটা টেম্পলেট লাগিয়েছি সাইটে। তাতে ক্যাটাগরি লিস্ট টা ট্যাব আকারে দেয়া আছে। কিন্তু সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি না কিভাবে ওই লিস্ট টা কাস্টমাইজ করব। তবে এটুকু জানি যে Edit HTML থেকে এই কাজটা করতে হবে। কিন্তু কোথায় এডিট করব, কোন ট্যাগের মাঝের কোড কে overwrite করব সেটা বুঝতে পারছি না। কারণ আমি HTML জানিনা। সঙ্গে এটাও বুঝতে পারছি না যে আমার পোস্টগুলোকে ক্যাটাগরি অনুযায়ী কিভাবে আলাদা করতে হবে। লেবেল অনুযায়ী আলাদা করা যায় সেটা জানি। কিন্তু নতুন পেজ বানিয়ে, ক্যাটাগরি তৈরি করে কিভাবে লেখাগুলোকে সাজানো যায় সেটা জানা প্রয়োজন। টেকটিউনস এ কোনো লেখা পোস্ট করার সময় যেমন ক্যাটাগরি সিলেক্ট এর অপশন আসে, আমার সাইটে কি এমনটা করা যাবে? যদিও জানি টেকটিউনস ওয়ার্ডপ্রেসে তৈরি আর আমার সাইট ব্লগার এ। কিন্তু এরকম সুবিধা আছে কি নাই, সেটা জানি না। কেউ যদি অনুগ্রহ পূর্বক এই ব্যাপারগুলো একটু বুঝিয়ে দিতেন আমাকে, উপকৃত হতাম। অথবা যদি কোন টিউটোরিয়াল ওয়েবসাইটের লিংক জানা থাকে যেখানে এসব খুঁটিনাটি বিষয়ে দিকনির্দেশনা আছে, আমাকে দিতে পারেন।
একবার দেখে আসতে পারেন আমার সাইট- http://hotchpotch-for-you.blogspot.com
আমি Tech-পাগল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ওই PC, Internet হামাক পাগলা করিছে... কত জবর জবর চমক দিয়্যা জিউডা কাড়িছে...!
এগুলো করার জন্য Edit HTML এ ক্লিক করে Expand বক্স এ ক্লিক করে টেমপ্লেট টি এক্সপান্ড করুন।তারপর Ctrl+F চেপে যে লেখাগুলো আছে ওগুলো পেষ্ট করে খুজে বের করে এডিট করে এর পিছনে লিঙ্ক যোগ করুন।তবে এগুলো করার জন্য আপনাকে HTML সম্পর্কে আইডিয়া থাকতে হবে।আইডিয়ার জন্য w3schools ঘুরে আসুন।
http://www.w3schools.com/html/default.asp