ব্লগস্পট টেম্পলেট কাস্টমাইজেশনঃ সাহায্য চাই

Blogger.com এ একটা সাইট খুলেছি যদিও তাতে এখন পর্যন্ত তেমন কিছুই যোগ করা হয়নি শুধু একটা ইংরেজী আর্টিকেল ছাড়া। কিছুদিন আগে একটা টেম্পলেট লাগিয়েছি সাইটে। তাতে ক্যাটাগরি লিস্ট টা ট্যাব আকারে দেয়া আছে। কিন্তু সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি না কিভাবে ওই লিস্ট টা কাস্টমাইজ করব। তবে এটুকু জানি যে Edit HTML থেকে এই কাজটা করতে হবে। কিন্তু কোথায় এডিট করব, কোন ট্যাগের মাঝের কোড কে overwrite করব সেটা বুঝতে পারছি না। কারণ আমি HTML জানিনা। সঙ্গে এটাও বুঝতে পারছি না যে আমার পোস্টগুলোকে ক্যাটাগরি অনুযায়ী কিভাবে আলাদা করতে হবে। লেবেল অনুযায়ী আলাদা করা যায় সেটা জানি। কিন্তু নতুন পেজ বানিয়ে, ক্যাটাগরি তৈরি করে কিভাবে লেখাগুলোকে সাজানো যায় সেটা জানা প্রয়োজন। টেকটিউনস এ কোনো লেখা পোস্ট করার সময় যেমন ক্যাটাগরি সিলেক্ট এর অপশন আসে, আমার সাইটে কি এমনটা করা যাবে? যদিও জানি টেকটিউনস ওয়ার্ডপ্রেসে তৈরি আর আমার সাইট ব্লগার এ। কিন্তু এরকম সুবিধা আছে কি নাই, সেটা জানি না। কেউ যদি অনুগ্রহ পূর্বক এই ব্যাপারগুলো একটু বুঝিয়ে দিতেন আমাকে, উপকৃত হতাম। অথবা যদি কোন টিউটোরিয়াল ওয়েবসাইটের লিংক জানা থাকে যেখানে এসব খুঁটিনাটি বিষয়ে দিকনির্দেশনা আছে, আমাকে দিতে পারেন।

একবার দেখে আসতে পারেন আমার সাইট- http://hotchpotch-for-you.blogspot.com

Level 0

আমি Tech-পাগল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ওই PC, Internet হামাক পাগলা করিছে... কত জবর জবর চমক দিয়্যা জিউডা কাড়িছে...!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এগুলো করার জন্য Edit HTML এ ক্লিক করে Expand বক্স এ ক্লিক করে টেমপ্লেট টি এক্সপান্ড করুন।তারপর Ctrl+F চেপে যে লেখাগুলো আছে ওগুলো পেষ্ট করে খুজে বের করে এডিট করে এর পিছনে লিঙ্ক যোগ করুন।তবে এগুলো করার জন্য আপনাকে HTML সম্পর্কে আইডিয়া থাকতে হবে।আইডিয়ার জন্য w3schools ঘুরে আসুন।

http://www.w3schools.com/html/default.asp

    নাইম ভাই, আপনার এ কথাটা ঠিক বুঝতে পারলাম নাঃ Ctrl+F চেপে যে লেখাগুলো আছে ওগুলো পেষ্ট করে খুজে বের করে এডিট করে এর পিছনে লিঙ্ক যোগ করুন।

    HTML নিয়ে সামান্য কিছু গুতাগুতি করেছি দিনকয়েক। ট্যাগ সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়েছে। দেখলে চিনতে পারি। আপনি যদি আমাকে কোড রিপ্লেসমেন্ট এর ব্যাপারটা আরেকটু খোলাসা করে দেন তো ভাল হয়। ক্যাটাগরি রিনেম করা এবং তাতে সেকশন যোগ করা টা জানতে চাইছি মূলতঃ। আমি লেবেল দিয়ে পোস্ট ক্যাটাগরি বানাতে চাইনা। এর আগে কয়েকটা পেজ বানিয়েছিলাম, ধারণা ছিল যে পেজ অনুযায়ী পোস্ট আলাদা করতে পারব। কিন্তু পরে দেখলাম তেমনটা হচ্ছে না। ভাল করে খেয়াল করার জন্যে জাকারিয়া ভাই এর ব্লগটা একবার দেখলাম। বুঝলাম যে লেবেল দিয়েই সেকশন বানানো হয়েছে ওখানে। তারপর আমিও তা-ই করলাম। কিন্তু যে জিনিস টা হচ্ছে, তা হল আমার সাইট টা একেবারে খালি খালি লাগছে। ক্যাটাগরি ট্যাব বা লিস্ট করা থাকলে দেখতে কিছুটা ভরা ভরা লাগে। আমার সাইটটাকে rich করার প্ল্যান আছে; ইনকামের স্বার্থে নয়, শখের স্বার্থে। আপনাদের সহযোগিতা আমার সে শখ পূরণে অনেকটাই সহায়ক হতে পারে।

    লিংকের জন্য ধন্যবাদ।

    এখানে ক্যাটাগরি নামে(Text) লেখা আছে।আপনি চাইলে এটার নাম পরিবর্তন করে দিতে পারেন।এখানে ক্যাটাগরি মানে আপনি যেটা বলেছেন ওইটা বুঝানো হয়নি। আপনি যেই পেইজ বা পোস্ট লিঙ্ক ওই জায়গায় ব্যবহার করতে চান ওটা লিঙ্ক ট্যাগ দিয়ে ব্যবহার করতে পারবেন।যেমন আপনি লেবেল দিয়েই পোষ্ট করবেন কিন্তু সেটা ব্লগে প্রদর্শন না করে লেবেলের যেই লিঙ্কটা আছে ওটা উপরে ব্যবহার করতে পারবেন।যেমন, আপনি একটা লেখা লিখলেন এবং সেটা টেকনোলজী লেবেলে পাবলিশ করলেন।এবার আপনি টেকনোলজি লেবেলের যে লিঙ্ক সেটা উপরে "CATEGORY8" লেখাটা এডিট করে ওখানে "টেকনোলজী" লিখবেন আর লিঙ্ক দিবেন ওই টেকনোলজি লেবেলের লিঙ্ক।এখন এই CATEGORY8 লেখাটা খুজে বের করার জন্য Ctrl+F ব্যবহার করতে বলেছি। পোস্ট পাবলিশের সময় অবশ্যই লেবেল দিবেন।লেবেল ব্লগে প্রদর্শন করা আর না করা আপনার ইচ্ছা। এরপরো বুঝতে সমস্যা হলে আমাকে ফোন করতে পারেন।

      লেবেলে টাই মুলত ক্যাটাগরি।এটা ছাড়া ক্যাটাগরি করার আর কোনো অপশান ব্লগারে নেই।

    মনে হচ্ছে বুঝতে পেরেছি। এবার চেষ্টা করলে পেয়ে যাব আশা করি। অসংখ্য ধন্যবাদ নাইম ভাই।

Level New

লেবেলকে ক্যাটাগরি হিসেবে ব্যবহার করতে পারেন। আমি যা করছি।
আপনার tab overwrite করার জন্য-
design-edit html-এ লেখাটি </b:section> খুজুন ঠিক তার নিচে Category 8 খুজলে পেয়ে যাবেন এবং raname করে দিন।
অথবা ctrl+F দিয়ে খুজুন Category 8 । এবং ইচ্ছামত rename করে দিন।
যেমন : <a href='http://islam-and-computing.blogspot.com/'>Category 8</a>
rename করলে হবে
<a href='http://hotchpotch-for-you.blogspot.com/'>টিপস এন্ড ট্রিকস</a>
Category 8 সবগুলু কে rename করে দিন।
ধন্যবাদ।

    এবার কিছুটা নাগালের মধ্যে এসেছে। দেখছি ট্রাই মেরে। "আঁটি ভেঙ্গে শাঁস" করে দেয়ার জন্য প্রচণ্ড ধন্যবাদ। 🙂

ভাই (২ জনকেই বলছি), যেভাবে বলেছেন, করেছি এবং হয়েছে। 😀 এখন আরেকটা জিনিস যেটা জানা দরকার, সেটা হল- ক্যাটাগরি ট্যাব এর কালার কিভাবে ভিন্ন করা যায় অর্থাৎ Active link এক কালার, Visited link আরেক কালার, Hovering আরেকটা… আমি Template Designer এ Visited link color পরিবর্তন করে দিলাম কিন্তু সবসময় শুধু Home লিংক টাই colored দেখাচ্ছে। আমি Active link এবং Hovering color পরিবর্তন করতে চাচ্ছি কিন্তু খুঁজে পাচ্ছি না। এটা কি টেম্পলেট সাপোর্টেড না হওয়ার কারণে হতে পারে?
Edit HTML থেকে কিছু করা যাবে কি??