জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে যা করবেন

আসসালামুয়ালাইকুম সবাইকে।

জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড হারিয়ে ফেলেছেন? আমি নিজেও হারিয়ে ফেলেছিলাম। বিশেষ প্রয়োজনে আমার জাতীয় পরিচয়পত্রটির দরকার পরে, তাই কিভাবে আমি আমার জাতীয় পরিচয়পত্র টি আবার পেলাম তাই আজ আপনার সাথে শেয়ার করবো।
যাদের লেখা পড়তে ভালো লাগে না তাদের জন্য আছে ভিডিও লিঙ্ক - https://goo.gl/ABtvMH

স্টেপ - ০১ সর্ব প্রথম আপনাকে, আপনার নিকটস্ত থানায় গিয়ে জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেছেন এই বিষয়ে একটি জেনারেল ডাইরী (G.D) করতে হবে। দরখাস্তটি দুটি কপি করে নিয়ে যাবেন। এক কপি থানায় জমা রেখে দিবে, এবং অন্য কপিতে জি ডি নং এবং পুলিশের কর্মকর্তার স্বাক্ষর নিয়ে তা আপনার কাছে রেখে দিন।

স্টেপ - ০২ জি ডি কপি টি নিয়ে আপনাকে যেতে হবে নির্বাচন কমিশনের হেড অফিসের ঠিক পেছনের ভবনে (গুগল ম্যাপ - https://goo.gl/maps/ZmL5RVyLiL62) এখানেই জাতীয় পরিচয়পত্রের যাবতীয় সকল সমস্যার সমাধান করা হয়ে থাকে।

স্টেপ - ০৩ ভবনটির মেইন গেট দিয়ে ঢুকতেই হাতের বামে Information Booth বা তথ্য ক্রেন্দ্র। এখানে বসে থাকা কর্মকর্তার মাধ্যমে আপনি আপনার স্মার্ট কার্ড এর ১০ ডিজিটের নাম্বার এর পরিবর্তে ১৭ ডিজিটের নাম্বার কালেক্ট করতে হবে। কারন হারিয়ে যাওয়া কার্ড টি ফেরত পেতে আপনাকে যে (৩৪৫ টাকা) ফি পে করতে হবে তা ১৭ ডিজিটের নাম্বারের উপর করতে হয়। ১০ ডিজিটের নাম্বার এর উপর তা করা যায় না।

স্টেপ - ০৪ Information Booth বা তথ্য ক্রেন্দ্র থেকে বের হয়ে আপনি চলে যান ভবনের দ্বিতীয় তালায় টাকা জমা করার ফর্ম আনতে। ফরমটি ফিল আপ করে ভবনের নিচ তালায় কিছু ব্যাংক এর বুথ আছে, তাদের মাধ্যমে ফি জমা করে দিন।

স্টেপ - ০৫ টাকা জমা হয়ে গেলে আবার দ্বিতীয় তালায় চলে আসুন। সিরিয়াল টোকেন নিয়ে সিরিয়াল অনুযায়ী টাকা জমা দেয়ার ফরমটি কাউন্টারে জমা করে দিন। কাউন্টার থেকে আপনাকে ফর্ম এর একটা অংশ দিয়ে দিবে তা নিয়ে অপেক্ষা করুন।

স্টেপ - ০৬ মিনিট ১৫ এর মধ্যে আপনার মোবাইলে একটি SMS আসবে, তখন কাউন্টারে গিয়ে রিসিট টি দিয়ে জাতীয় পরিচয়পত্রটি কালেক্ট করে নিন। ব্যাস পেয়ে গেলেন হারিয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্রটি

এখানে একটি বিষয়ে মনটা খারাপ হয়ে যেতে পারে এটা ভেবে যে আপনি যে জাতীয় পরিচয়পত্রটি পেলেন এটা স্মার্ট কার্ড না। লেমেনেটিং করা পুরতোন ভার্সনের জাতীয় পরিচয়পত্র। মন খারাপ এর কিছু নেই, আপাদত এটা দিয়েই আপনার যাবতীয় কাজ করতে থাকুন, বাংলাদেশ সরকার পুনরায় যখন আবার Smart Card বিতরন শুরু করবেন তখন আপনি আপনার স্মার্ট কার্ড টি পেয়ে যাবেন। তখন আপনাকে কোন Extra Fee পে করতে হবে না।

এই ছিল জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড হারিয়ে গেলে তা কিভাবে পাবেন তার বিস্তারিত সমাধান মূলক টিউন। বানান ভুলের জন্য ক্ষমা চাচ্ছি।

Level 0

আমি tipu arzu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন বোকা ছেলে । সবসময় বোকা বোকা কাজ করি এবং বোকা বোকা কাজ করে বকাও খাই ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস