হারিয়ে যাওয়া ফোল্ডার ফিরে পেতে সাহায্য চাই।

আসসালামুআলাইকুম,

আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ সবার দোয়ায় ভালো আছি।

আমার অফিসের কম্পিউটারে কিছুদিন আগে একটা ফোল্ডার তোরী করেছিলাম, যাতে ভেতর অনেক গুরুত্বপূর্ণ ফাইল ছিল। কিন্তু গতকাল দেখলাম, ফোল্ডারটা নেই। কম্পিটারের কোথাও ফোল্ডারটা নেই। রিসাইকেল বিনেও নেই। অতীব গুরুত্বপূর্ণ ফোল্ডারটা এখন আমার ফিরে পাওয়া খুব জরুরী।

ভালো কোনো ফাইল রিকভারি সফটোয়ের এর খোজঁ কেউ দিতে পারলে খুশি হব। উল্লেক্ষ্য , আমার পিসিতে windows- 7 ইউজ করি।

টেকটিউনসে আবার রেগুলার ফিরে আসছি, ইনসাল্লাহ।
সবাই ভালো থাকুন।

Level New

আমি ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am an Islamic personality. I have completed BBA and MBA from chittagong University. Now in Dhaka. I am employed in an Private University. Islam is only solution for mankind.Islam can only be properly implemented by Khilafah State. I am slave of ALLAH(SWT)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

এই লিঙ্কে যান http://diskdigger.org/download
ডাউনলোড করে ইন্সটল করুন।
run করান।
রান করলেই ডিস্কগুলিকে খুজে পাওয়া যাবে ।
ডিস্ক সিলেক্ট করে নেক্সট ট্যাবে ক্লিক করতে হবে।
নেক্সট উইন্ডোতে jpg/mp3/file যা দরকার তা সিলেক্ট করে নেক্সট ট্যাবে ক্লিক করতে হবে।
এবার এটি হোল ডিস্ক স্ক্যান করবে এবং সমস্ত কিছু রিকভ্যারকরবে।
কাজ হলে জানান।
ধন্যবাদ।

Diskdogger er serial key kivabe pabo????? pls help me