পেপাল,এলার্টপে অনলাইনে কেনা কাটার জন্য প্রয়োজন। আমি জানতে চাই এই দুটো কি ক্রাডিট কার্ড নাকি? যেমন মাষ্টার কার্ড,ভিসা কার্ড ইত্যাদি।যারা এখন আমাদেরকে পেপাল সম্পর্কে ভিবিন্নভাবে আন্দোলন করতে বলে।তাদের উদ্দেশ্যে বলছি।প্রথমে আমাদেরকে ক্লিয়ার ভাবে জানতে হবে এইটা আমাদের দেশে সাপোর্ট করলে আমরা কি কি সুবিধা পেতে পারি।।সবাই তো আর অনলাইনে ফ্রীল্যান্সিং করেনা।তাই আমাদের মত লোকেরা কি ধরনের উপকার পেতে পারি। পেপাল এর মাধ্যমে কি ভাবে আমার টাকা আদান প্রদান হবে।আমি এই সিষ্টেমটা জানতে চাচ্ছি । আমি যদি পেপাল এ একটা একাউন্ট করে থাকি।তাহলে আমার টাকা কি ঐ একাঊন্ট এ থাকবে নাকি ব্যাংকে থাকবে। এই ব্লগে পেপাল,এলার্টপে একাঊন্ট ভেরিফাই নিয়ে অনেক টিউন রয়েছে কিন্তু টাকা আদান প্রদান প্রক্রিয়ার সিষ্টেম নিয়ে কোন টিউন না দেখতে পেয়ে আমি এই বিভাগের মাধ্যমে অবিজ্ঞদের নিকট জানতে চাই।
আমি আউয়াল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 1530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথমত যে সুবিধা হবে আপনি যদি অনলাইন থেকে কোন কিছু কিনতে চান তাহলে পেপাল দিয়ে খুব সহজেই পেমেন্ট দিতে পারবেন। আপনাকে কেউ পেপালে টাকা দিলে সেটা পেপালেই থাকবে। চাইলেই আপনি আপনার ক্রেডিট কার্ড অথবা ব্যাংক একাউন্ট এ উইথড্র করতে পারবেন। যে কোন সময় পেপালে ফান্ড যোগ করতে পারবেন ক্রেডিট কার্ড অথবা ব্যাংক একাউন্ট দিয়ে।