টেকটিউনসের দৃষ্টি আকর্ষন করছি (সমাধান চাই)

টেকটিউনস অন্য সকলের মত আমারও প্রিয় সাইট । কিন্তু এখানে কোন সফটওয়্যার শেয়ার করতে চাইলে নিচের প্যারাটি দেখায় এবং টিউনটি স্হগিত করা হয় ।

এফিলিয়েট ফাইল হোস্টিং ব্যবহার করে টিউন করায় টিউনটি স্থগিত করা হল। সফটওয়্যার, গেমস বা অন্য যে কোন কিছু রিভিউ এর ক্ষেত্রে এর মূল প্রোডাক্ট পেইজের লিংক দিন। আর তা সম্ভব না হলে নন এফিলিয়েট ফাইল হোস্টিং ব্যবহার করুন। এফিলিয়েট লিংক অপসারন করে টিউনটি পুনপ্রকাশ করা যেতে পারে। এফিলিয়েট ফাইল হোস্ট এর লিংক দিয়ে পুনরায় বা বারংবার এধরনের টিউন করা হলে টিউনারকে সাময়িক বা স্থায়িভাবে বরখাস্ত করা হতে পারে।

আমি জানতে চাই enterupload.com এ কোন কিছুর লিংক দিলে এটা দেখায় কেনো । enterupload.com তো mediafire এর মতই একটি জনপ্রিয় হোষ্টিং সাইট । বরং অন্যান্য হোষ্টিং সাইটের তুলনায় অনেক ভাল । কারন এতে যে কোন সময় রিজিউম সুবিধা পাওয়া যায় । তাহলে hotfile, fileserve, rapidshare এর লিংক কেনো পোষ্ট করা হয় ।

যদি তাই না হয় তাহলে কিছুদিন আগে enterupload.com নিয়ে একটি বিশাল টিউন করা হয় যেখান থেকে আমি প্রথম enterupload এর সম্পর্কে জানতে পারি  ।

যাই হোক বুজলাম এই লিংক চলবে না তাহলে স্টারটেক ভাইয়ের এই টিউনটি স্হগিত করা হয় নি কেন ?
আমি তো শুধু enterupload এর লিংক ব্যবহার করি নি fileserve.com লিংকও ছিল । এভাবে আমার পর পর ২ টো পোষ্ট ব্লক করা হয়েছে ।

লিংকগুলো হল

নিয়ে এলাম ক্যাসপারেস্কি সমগ্র ( না দেখলে আমার দোষ নেই )
আরও নতুন কিছু সফটওয়্যার আপনাদের জন্য

আমি টেকটিউনস এর কছে এর সমাধান চাই ।


Level 0

আমি Mahfuzar Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 254 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am moving ....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার কাছে কোনটা গুরুত্বপূর্ণ? টিউন করা নাকি টিউনের লিঙ্ক থেকে টাকা আয়?
যদি টিউন করার উদ্দেশ্য থাকে তবে অনুগ্রহকরে মিডিয়াফায়ারেই আপলোড করবেন…
আর যদি লিঙ্ক প্রকাশ করে এই ডাউনলোড রেফারাল থেকে টাকা আয়ের ইচ্ছা থাকে তবে অনুগ্রহ করে টিটিকে গিনিপিগ বানাবেন না, অনেক ওয়ারেয সাইট আছে, সেখানে হাজার হাজার মানুষ ডাউনলোড করবে, আপনার টাকাও বাড়বে… 🙁

    Right

    রাইট িটিট েক Business Place িহসােব েদখেবন না।

    শ্রদ্ধেয় আরিফ ভাই, টিউন অবশ্যই গুরুত্বপূর্ণ । কিন্তু আমার সমস্যা সেটা নয়, সমস্যা হল Enterupload এ যারা ডাউনলোড করবে তারা তো রিজিউম সুবিধা পাচ্ছে । তবে আপনার কথায় এটা বুজলাম না যে এই লিংক দিলে টিটি গিনিপিগ হয়ে যাবে ।

    ইন্টার আপলোড, একটা ডাউনলোড রেফারাল সাইট, তাই আমি উক্ত কমেন্ট করেছি, আপনি যদি টিউনকেই গুরুত্বপূর্ণ মনে করেন তবে অনুরোধ করব মিডিয়াফায়ারে আপলোড করার…

এরকম কিছু প্রশ্ন আছে যার কোন উত্তর নেই। যেমুন আজকে নতুন কয়েকটি টিউন দেখলাম এলির লিংক দেওয়া।

    enterupload.com এলির মত কোন সাইট না, এটি স্বয়ংসম্পূর্ন হোষ্টিং সার্ভিস । এবার আপনি বলুন এটার সমস্যা কোথায় ।

    টি টির যারা পন্ডিত ব্যক্তি তারা বলতে পারবেন ভাই। আমি আপনার কথা বুঝতে পারছি।

সহ মত।

ভাই আমারো বোধগম্য নয়, enteruploadএর লিংক কেন মুছা হব? আমি যদি mediafire এর সমান সুবিধা দিয়ে নিজেও কিছু আয় করতে পারি, তাহলে অন্যের সমস্যা হবে কেন? তাহলেতো টিটির সকল আয় বিষয়ক টিউন পেন্ডিং করা উচিত।

আমার মনে হয় এই পোষ্টা দেখলেই আপনার সকল প্রশ্ন এবং সমস্যা মিটে যাবেঃ http://www.itworldbd.tk/2011/01/blog-post_7669.html
আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ……..

    এখানেতো রেজিস্ট্রেশন করার উপায় না থাকায় আমার আপলোড গুলি নিজের একাউন্টে থাকতেছে না। ফলে, লিংক হারিয়ে ফেললে পরবর্তীতে ওই লিংক পাওয়া সম্ভব না।

    তাই… তাহলে এই পোষ্টা দেখতে পারেনঃ http://www.itworldbd.tk/2011/02/blog-post_15.html
    এখানে রেজিষ্টেশন অপশন আছে তার সাথে আগের ওয়েব সাইটের সুবিধা…….
    আপনি কী বলেন আপনার সমস্যার সমাধান কী হয়েছে?

টিটি কর্তৃপক্ষ নিজে যদি আয় না করে এত বড় একটা সাইট পরিচালনা করতে পারে তাহলে সামান্য একটা টিউনে টিউনারের আয়ের চিন্তা বাদ দিলে কি হয়?
অনলাইনে কিভাবে আয় করতে হয় তার পদ্ধতি আর আমার লিঙ্কে ক্লিক করে কিছু ভিক্ষা দেন এই জাতিয় টিউনের মধ্যে অনেক পার্থক্য আছে।
এখনোও টিটি নিজে অব্যবসায়ি তাই এখানে কোন টিউনার কে ব্যবসা করতে দেয়া হয় না।
আশা করি বুঝতে পেরেছেন।