ওডেস্ক ডট কম প্রসঙ্গে

সবাইকে শুভেচ্ছা,

odesk.com এ আমার কিছু টাকা আছে। এখন টাকা তলার বেষ্ট উপায় কোনটা? brac bank or eastern bank e আমার কোন অ্যাকাউন্ট নাই। জনতা ব্যাংক এর অ্যাকাউন্ট দিয়ে হবে কিনা বুঝতে পারছি না। আপনাদের মতামত জানালে ভালো হতো।

ধন্যবাদ।

Level 0

আমি রায়হান কবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Doctor by profession.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

odesk theke payoner a free mastercard appy koren… Ami akta card er apply korecilam peyeci active o hoice free.

টিউনটি সাহায্য বিভাগে দিন।

ওডেস্ক থেকে টাকা তোলার জন্য সবচেয়ে সহজ উপায় হলো “মানিবুকারস”। আপনার যদি মানিবুকারস এ অ্যাকাউন্ট থাকে তাহলে আগে অ্যাড্রেস ভেরিফাই করে নিন। এরপর ব্যাংক অ্যাকাউন্ট এড করতে হবে। আমার ডিবিবিএল এ অ্যাকাউন্ট আছে। কিন্তু আমি আপনাকে সাজেস্ট করবো ব্রাক এ একটা অ্যাকাউন্ট খুলতে। কারন ডিবিবিএল এ আমি ৭ দিনের আগে টাকা পাইনা। আমার বন্ধুরা ব্রাক ইউজ করে। ওরা ৩-৪ দিনে টাকা পেয়ে যায়।

মানিবুকারস এর অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে ওডেস্ক এর পেমেন্ট মেথড অপশন এ গিয়ে মানিবুকারস এর একটা অ্যাকাউন্ট খুলে নিন। এরপর আপনার বাসার অ্যাড্রেস ভেরিফাই করুন। আপনার বাসায় ৭ দিনের মধ্যে চিঠি আসবে। অ্যাড্রেস ভেরিফাই না করলে টাকা আসতে একটু দেরি করে এবং আমি যতদুর জানি একটা নির্দিষ্ট সময় পরে মানিবুকারস আর উইথড্র করতে দেয় না।

আর ভাই এসব সমস্যা টেকটিউনের সাহায্য চাই বিভাগে পোষ্ট করলেই কি ভালো হয় না। আরেকদিক দিয়ে ভালই করেছেন, আপনার এই সমস্যা পরে কোন ব্লগার এটার উপর একটা পোস্ট দিতে পারে যাতে সবার জানা হয়।

আরও কিছু জানতে চাইলে বলবেন। যদি জেনে থাকি তাহলে বলবো।

ধন্যবাদ।

ধন্যবাদ কিন্তু এই পোস্ট সাহায্য অংশে কিভাবে যোগ করবো বুঝতে পারছি না।

    আপনি অ্যালার্টপে তে টাকা নেন।তারপর এই ব্লগেই জামাল ভাই (Guideline) এর সাথে যোগাযোগ করেন উনি প্রতি ডলারে ৭১ ৳ দিবে।

    এলার্টপেতে টাকা থাকলে আমিও নিতে পারি [email protected]