উইনডোজ রিকভারি নিয়ে সমস্যা। সাহায্য চাই॰

সরাসরি সমস্যায় আসলাম।আমার ল্যাপটপ এ  অরিজিনাল উইনডোজ 7 দেয়া আছে। কিছু সমস্যার কারণে রিকভারি করতে চাই। আমার ল্যাপটপ হার্ড ড্রাইভ-এ রিকভারি পারটিশন আছে। কিন্তু এইচপি রিকভারি ম্যানেজার অ্যাপ্লিকেশন চালু করলে বলে কোনও রিকভারি পারটিশন নাই। আমি কেনার কয়েকদিন দিন পর-এ রিকভারি ডিস্ক তৈরি করে রেখে ছিলাম। সেটা দিয়ে বুট করে ট্রাই করলে বলে "this media does not support recovery for this computer". বুজলম না। তবে কী আমি আর রিকভারি করতে পারব না? আমার নটেবুকের উইনডোজ-এর সাথে কিছু ভাল সফ্টওয়্যার ইন্সটল করা আছে। আর এইচপি -র কিছু ভাল সফ্টওয়্যার যেগুলা পিসি maintenance এ লাগে। আর ল্যাপটপ কন্ডিশন চেকিং করা আর অনেক কিছু। তাই আমি কোনও পাইরেটেড উইনডোজ দিতে চাই না। এইচপি সাপোর্ট অ্যাসিস্টেন্ট একটা অ্যাপ্লিকেশন মাঝে মাঝে বিভিন্ন ড্রাইভার বাইওস আপডেট করতে বলে। আমি সেগুলো করি। আর আমি আমার হার্ড ড্রাইভ-এর পারটিশন বরিয়েছিলাম শ্রীঙ্ক করে। সেটা রিকভারি পারটিশন নষ্ট হওয়ার কারণ হতে পারে। কিন্তু রিকভারি ডিস্ক করেছিলাম ঐসব শ্রীঙ্ক করার আগেই। তার মনে আমি যখন রিকভারি করি তখন ল্যাপটপ  কেনার কন্ডিশন এ ছিল । কোনও কিছুই চেঞ্জ করেছিলাম না। তাহলে কেন কাজ করতেশে না? কাজ কী করবে না? সাহায্য করেন। আমি তাদের কৌষ্টমের সার্ভিস নিয়ে চিন্তিত। আমি চাই না তাদের হাতে দেই আর তারা যদি রিকভারি না করতে পারে তাহলে উইনডোজ টা নষ্ট হক। আমাকে পরামর্শ দিন যারা ভাল জানেন। আর আমি জানতে চাই । ঐ সব অবস্থায় ও কী উইনডোজ রিকভারি করা যাবে? প্লিজ সাহায্য করেন। আপনাদের মাঝে অনেকেই অনেক ভাল জানেন। অপেক্ষায় রইলাম।

hp pavilion dm4 model.

আরেকটা সমস্যা হচ্ছে যে এটিতে ati radeon 1 gb গ্রাফিক্স আছে। যখন এসি পাওয়ার থাকে তখন এটি চলে। ব্যাটারি দিয়ে চালু করলে intel hd বিল্ট ইন এ চলে। কিন্তু আমি খেয়াল করে দেখেছি যে এটাতে কোনও intel hd গ্রাফিক্স ড্রাইভার ইনস্টল করা নাই। শুধু ati গ্রাফিক্স ড্রাইভার ইনস্টল করা আছে। কিন্তু ডেস্কটপ-এর মত intel এইচডি গ্রাফিক্স কন্ট্রোলার উইনডো আসে। তাই যদি পাইরটেড উইনডোজ দেই তো ঐ দুই হার্ডওয়ের আর তাদের ড্রাইভার কিভাবে আচরণ করবে টা নিয়েও চিন্তা আছে। আর গ্রাফিক্স হার্ডওয়ের চেঞ্জ হাওয়াটা অটোম্যাটিক হয়। ঐসব তখন কী আর কাজ করবে? তাই রিকভারি চাই। কিন্তু সমবব কী?

Level 0

আমি সামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সিস্টেম রিস্টোর ব্যাবহার করুন। এটি সহজ, নিরাপদ, এবং শক্তিশালী। আবার রিকভার ডিস্ক তৈরি করুন । শ্রীঙ্ক করার কারনে নয় সম্ভবত সেটা সঠিক ভাবে তৈরি হয় নি। অভিজ্ঞ কাউকে সাথে রাখুন। ভুলেও পাইরেটেড উইন্ডোস সেট আপ দিবেন না। দুটি হার্ডোয়ারের সাথে মানাতে পারবে না। নিজের অভিজ্ঞতা থেকে বলছি।

    সিস্টেম রেস্টোর তো ডিস্ক ক্লীন আপ করার সময় ডিলীট হয়ে গেছে। যাই হক আমার রিকভারি শেষ পর্যন্ত হয়েছে। অমক বাইওস রোল ব্যাক করতে হয়েছে। রোল বাক করার পর রিকভারি ডিস্ক কম্পিউটারকে চিনতে পেরেছে আর রিকভারি নিয়েছে। আপণক ধন্যবাদ।

কি বলবো ভাই। পুরাতন বাইওস এ রোল ব্যাক করসি। তখন রিকভারি শুরু হইল। লাস্ট মুহূর্তে এসে নীল একটা স্ক্রীন এসে এরর করল। কম্প্লিট হইল না রিকভারি। মনে হচ্ছে পাইরেটেড দিতে হবে। আমারো তাই ধারণা হার্ডওয়ের দুইটা একত্রে কাজ করবে না। আর ভাই ওই গ্রাফিক্স নিয়ে সমস্যার শুরু। এসি পাওয়ার দিয়ে ইউজ করে যখন ব্যাটারি দিয়ে ওন করি । তখন লগন স্ক্রীন পর্যন্ত সব ঠিক থাকে। লগইন করতেই স্ক্রী পুরা কালো হয়ে যায় আবছা ভাবে ডিসপ্লে দেখা যায়। ডার্ক কালার টা সর্বনিম্ন স্ক্রীন ব্রাইটনেস থেকে অনেক অনেক বেশি……কালই বলা চলে । আমি এখন সার্ভিস-এ দিয়ে আসলাম। রিকভারি ফেইল হওয়ার পর আর চালু হচ্ছে না। এখন কি তারা আমার ওয়ারেন্টই হার্ডওয়ের-এর জন্য বিবেচনা করবে না? অবশ্য আমি সব জানানোর পর তারই আমাকে নিজে রিকভারি করতে পরামর্শ দিয়ে ছিল।

Level 0

সবাই তো পাইরেটেড ই ব্যাবহার করে ।অরজিনাল বলতে কি বুঝাচ্ছেন ।দাম কত ?পাইরেটেড ব্যাবহার করলে ক্ষতি কি ?

    আপনি ঠিক বলেছেন সব-ই পাইরেটেড। কিন্তু অরিজিনাল সফ্টওয়্যার কী পাওয়া যায় না? এখন অনেক নোটবুক পাওয়া যায় যা উইনডোজ ৭ -এর বিভিন্ন ভার্সন সহ ইনস্টল করা পাওয়া যায়। এগুলার দাম একই কনফিগারের নোটবুক থেকে দাম বেশি হয়। আর অনেক রকম সফ্টওয়্যার ইনস্টল করা থাকে। যেমন অফিস ইন্টারনেট সিকিউরিটি ইউটিলিটি সফট ইত্যাদি। আর এগুলা বিভিন্ন সময় ভিত্তিক অরিজিনাল লাইসেন্স সহ থাকে। আর অনেক ক্ষেত্রে এক্ষ্ক্লুসিব ফিচার থাকে। যা আপনি পাইরেটেড উইনডোজ-এ পাবেন না। অনেক সময় ড্রাইভার-ই কাজ করবে না। কিন্তু ঐসব নোটবুক অনেক অনেক সুইফ্ট আর স্মুথ। আর এমনি উইনডোজ ভার্সন ভিত্তিক বিভিন্ন দামে পাওয়া যায়।