আমি lockdir.exe দিয়া hard disk এর ১ টা drive লক করছিলাম কিন্তু e-scan দিয়া scan করার পর lockdir.exe ক্রাস করেছে তাই আমার ঐ drive এর কোন data আমি খুজে পাঞ্ছি না ।Windows সেটাপ দিয়া কাজ হয় নাই ।active recovary দিয়া ও কোন কাজ হয় নাই ।কেউ আমাকে help করুন ।কি করলে আমি আমার ডাটা ফিরে পাব,আমাকে জানান ।
আমি Towhid imam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 160 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথীবির সমস্ত ভালবাসা আমার মা এর জন্য যার জন্য আজ ও বেচে থাকার অনুপ্রেরনা পাই আর পৃথীবির সমস্ত ঘৃনা বাবা নামক প্রানী টার জন্য যে নিজের জন্য আমাদের দূরে সরিয়ে দিতে দ্বিধা করেনি......
যে কোন লিনাক্স লাইভ সিডি দিয়ে খুব সহজেই ডাটা ব্যাকআপ করতে পারবেন। কিছু ইন্সটলও করতে হবে না।