আমি আমার Nokia X2-00 দিয়ে কিছুতেই উবুন্টুতে ইন্টারনেট ব্যাবহার করতে পারছিনা। গুগল মামারে কইলাম, কিন্তু মামায় যেসব সাজেশন দেয় তার মাঝে আমার সমস্যার সমাধান নাই । অতএব বুঝেন, আমার এখন কী অবস্থা!!!!!!!
আজকেই নতুন করে উইন্ডোজ দিয়ে উইন্ডোজের পাশাপাশি উবুন্টু ইন্সটল করলাম।
আমি উবুন্টু ১০.১০ চালাইতেছি। আর আমার অপারেটর গ্রামীণ ফোন।
দয়া করে টেঁকিরা আমার সমস্যার সমাধান দেবেন। নইলে কিন্তু আমি উবুন্টুরে ফালাইয়া দিমু।
আচ্ছা ভাইজানরা, সাইটটা বন্ধ কেন?
আমি asruhin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারন ছেলে। নিজেকে স্বার্থপর এর মত ভালবাসি।
আপনার ঠিক কি ধরণের সমস্যা হয়? কিভাবে কানেক্ট করতে চেষ্টা করেছিলেন? কি মেসেজ দেয়? একটু বিস্তারিত বললে সুবিধা হত। আর ফোরামে আলোচনা করতে চাইলে প্রজন্ম ফোরামে আসেন। আলোচনা করতে সুবিধা হবে। আর ওখানে অনেক বড় বড় মাথা আছে। সমস্যা সমাধান করতেও সুবিধা হবে।