আমি ৭ মাস ধরে Microworkers এ কাজ করছি। গত কিছুদিন যাবত একটা ব্যাপার লক্ষ করছি যে আমার available jobs এ ২০-২২টার বেশি কাজ দেখাচ্ছে না যেখানে সপ্তাহ তিনেক আগেও ৪০-৪৫টা দেখাত। যেগুলো দেখাচ্ছে সেগুলোও করার মত না, মানে আমার পক্ষে সম্ভব না। Available যদি ২০টা দেখায়, তার মধ্যে ১৮টাই থাকে পেজ-র্যাংক ওয়ালা ব্লগ/ওয়েবসাইটে আর্টিকেল পোস্ট করার কাজ যেগুলোর রেটও ভাল। ঝামেলা একটাই, এই কাজগুলোতে ব্লগস্পট এর সাইট সমর্থিত না। যদি থাকত, হয়ত চেষ্টা করে দেখতাম পেজ র্যাংক বাড়ানোর। আর ২টা হয়ত পাই Yahoo answer বা forum post বা সাইন-আপ এর কাজ। আমি এ পর্যন্ত ৪৭টা কাজ করেছি যার মধ্যে ৪০টা paid হয়েছে। বেশিরভাগই সাইন-আপ বা ইউটিউব ভিডিও রেটিং এর কাজ। Success Rate 100%.
প্রশ্ন হচ্ছে- আচমকা available jobs অর্ধেকে নেমে আসার কারণটা কি হতে পারে?
জাকারিয়া ভাই এর একটা লেখায় পড়েছিলাম ব্লগস্পট সাইট এর পেজ র্যাংক ভাল কিছু আর্টিকেল লিখতে লিখতে বাড়ানো যায় এবং তা দিয়ে মাইক্রোওয়ার্কার্সের ওই কাজগুলো করা যায়। কিন্তু পরে তো job description দেখেই আমার আক্কেলগুড়ুম! কেনা ডোমেইন থাকতে হবে!! পরিষ্কার উল্লেখ করা থাকে “No blogspot sites.” মনটাই খারাপ হয়ে গেল। এখন যখন গড়ে ৯৬% কাজ ওগুলোই দেখায়, প্রচণ্ড বিরক্তি লাগে। শুধু ১০/১২ সেন্টের কাজ করে কতদিনে পেআউটের টাকা বানাব?
যাহোক, আরেকটা জিজ্ঞাসা- কত ডলার জমলে ক্যাশ করানোর চেষ্টা করা উচিত? মানিবুকার্স/এলার্টপে কে যথাযোগ্য ফি দেয়ার জন্য সর্বমোট কত ডলার কামানোর পর পেআউটের আবেদন করলে ভাল হয়?
আমি Tech-পাগল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ওই PC, Internet হামাক পাগলা করিছে... কত জবর জবর চমক দিয়্যা জিউডা কাড়িছে...!
আমি পেপালে ১১ ডলারের একটা পেমেন্ট নিয়েছিলাম।