Microworkers এক্সপার্টদের দৃষ্টি আকর্ষণ

আমি ৭ মাস ধরে Microworkers এ কাজ করছি। গত কিছুদিন যাবত একটা ব্যাপার লক্ষ করছি যে আমার available jobs এ ২০-২২টার বেশি কাজ দেখাচ্ছে না যেখানে সপ্তাহ তিনেক আগেও ৪০-৪৫টা দেখাত। যেগুলো দেখাচ্ছে সেগুলোও করার মত না, মানে আমার পক্ষে সম্ভব না। Available যদি ২০টা দেখায়, তার মধ্যে ১৮টাই থাকে পেজ-র‍্যাংক ওয়ালা ব্লগ/ওয়েবসাইটে আর্টিকেল পোস্ট করার কাজ যেগুলোর রেটও ভাল। ঝামেলা একটাই, এই কাজগুলোতে ব্লগস্পট এর সাইট সমর্থিত না। যদি থাকত, হয়ত চেষ্টা করে দেখতাম পেজ র‍্যাংক বাড়ানোর। আর ২টা হয়ত পাই Yahoo answer বা forum post বা সাইন-আপ এর কাজ। আমি এ পর্যন্ত ৪৭টা কাজ করেছি যার মধ্যে ৪০টা paid হয়েছে। বেশিরভাগই সাইন-আপ বা ইউটিউব ভিডিও রেটিং এর কাজ। Success Rate 100%.

প্রশ্ন হচ্ছে- আচমকা available jobs অর্ধেকে নেমে আসার কারণটা কি হতে পারে?

জাকারিয়া ভাই এর একটা লেখায় পড়েছিলাম ব্লগস্পট সাইট এর পেজ র‍্যাংক ভাল কিছু আর্টিকেল লিখতে লিখতে বাড়ানো যায় এবং তা দিয়ে মাইক্রোওয়ার্কার্সের ওই কাজগুলো করা যায়। কিন্তু পরে তো job description দেখেই আমার আক্কেলগুড়ুম! কেনা ডোমেইন থাকতে হবে!! পরিষ্কার উল্লেখ করা থাকে “No blogspot sites.” মনটাই খারাপ হয়ে গেল। এখন যখন গড়ে ৯৬% কাজ ওগুলোই দেখায়, প্রচণ্ড বিরক্তি লাগে। শুধু ১০/১২ সেন্টের কাজ করে কতদিনে পেআউটের টাকা বানাব?

যাহোক, আরেকটা জিজ্ঞাসা- কত ডলার জমলে ক্যাশ করানোর চেষ্টা করা উচিত? মানিবুকার্স/এলার্টপে কে যথাযোগ্য ফি দেয়ার জন্য সর্বমোট কত ডলার কামানোর পর পেআউটের আবেদন করলে ভাল হয়?

Level 0

আমি Tech-পাগল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ওই PC, Internet হামাক পাগলা করিছে... কত জবর জবর চমক দিয়্যা জিউডা কাড়িছে...!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি পেপালে ১১ ডলারের একটা পেমেন্ট নিয়েছিলাম।

    Level 0

    আমি এলাটপে তে ১৫ ডলার পেমেন্ট পেয়েছি।

আমি পেপালে অ্যাকাউন্ট করিনি। তাই মানিবুকার্স আর এলার্টপে সম্পর্কে তথ্য দরকার। আপনার জানা থাকলে শেয়ার করবেন আশা করি।

ধন্যবাদ।

    মোটামুটি ১১ ডলার হলেই উঠাতে পারবেন। কারণ এলার্টপেতে সম্ভবত ৬% চার্জ লাগে। যা ১১ ডলারে আসে 0.৬৬ ডলার। তাই ১১ ডলার হলেই ক্যাশআউট করতে পারবেন।

অনেক ধন্যবাদ।

Level 0

এই সব ছোট সাইটের কাজ বাদ দিয়ে ভাল কিছু করার চেষ্টা করুন…….>

    জ্বি ভাই, আমার টার্গেট ওডেস্ক আর ফ্রিল্যান্সার। কিন্তু সামনে মাস্টার্স পরীক্ষা। তাই এসবে এখন ব্যস্ত হতে চাচ্ছি না। মাইক্রোওয়ার্কার্সে যেহেতু সময়টা কম লাগে, ‘টাইম-পাস’ হিসেবেই চালিয়ে যাচ্ছি। দেখি কতদূর কামানো যায়!

    Level 0

    সহমত

আমারটাও ঢুকে দেখলাম কমে গেসে।আমি কিছুদিন ঢুকি নাই।এজন্য হতে পারে।

এলার্টপেতে ১০০$ নিচে না ঊঠানোই ভাল।

    হেহ্‌ হে…… নাইম ভাই, তাইলে তো আমার ১০ বছর অপেক্ষা করতে হবে! ৭মাসে পাইছি ৭ডলার। আনুপাতিক হিসেবে যদিও ৮বছর ৪মাস লাগে, আমি আরো ১বছর ৮মাস ‘ফাও’ ধরলাম। 😉

    কিন্তু ভাই, আপনি নাহয় কিছুদিন ঢোকেন নি; আমি তো ক্যাম্পাস থেকে ফিরে বাসায় যতক্ষণ থাকি কিছুক্ষণ পরপরই মাইক্রোওয়ার্কার্সে লগ-ইন করি। সার্ভার এর বিটলামির কারণে অনেক সময় রানিং জবও শো করে না। সে কারণে একটু পরপর রিফ্রেশ করি। তাতেও ২০-২২টার বেশি পাই না। আর “যা পেয়েছি আমি তা চাই না…” ক্যাটাগরি ধরে ধরে রিফ্রেশ করি, তারপরও লুকোচুরি খেলা চলতেই থাকে!

    শেষে একটা প্রশ্নঃ কয়টা জবে ‘x’ পড়লে Success Rate ৭৫% এর নিচে নেমে যায়? আমার এখন একটা ক্রস, ৯৬% S.R.

http://www.readbud.com/?ref=5555420 আপনি ইচ্ছে করলে এই লিংক এ যেয়ে ভালো আয় করতে পারেন এখানে আপনার কাজ হচ্ছে আর্টিকেল পড়া প্রথমে রেজিস্ট্রেশন করুন যে আইডি দিয়ে খুলবেন তাতে একিটেভশন লিংক যাবে তাতে ক্লিক করে সাইন ইন করুন, পরবর্তী কাজ হেচ্ছ আপনি যে সকল বিষয়ে আর্টিকেল পড়েত চান সর্বোচ্ছ ৫০ টি সিলেক্ট করতে পারবেন তারপর সাবমিট করুন আপনার জন্য প্রতিদিন আর্টিকেল আসবে ১-২ মিনিট পড়ুন তারপর রেটিং দিয়ে বন্ধ করে পরবর্তি আর্টিকের পড়তে পারবেন এতে দৈনিক ১ বা ১.৫ ডলার কামাতে পারবেন তাছাড়া আরো উপায় আছে তা হচ্ছে রেফারেল ইনভাইট বিস্তারিত তাদের সাইটে পাবেন প্রতিদিন ১৪০০০ থেকে ১৫০০০ েলাক নিয়মিত আর্টিকেল পড়ে সেখানে দেখে আসতে পারেন ওটা পেপাল সাপোর্ট করে ৫০ ডলার না হলে উঠানো যায়না

<a href="http://www.readbud.com/?ref=5555420"><img src="http://www.readbud.com/images/728_90_banner.jpg&quot; border="0" alt="readbud – get paid to read and rate articles" /></a>