কিছুদিন ধরে এই ব্যাপারটা নিয়ে অস্পষ্টতার মধ্যে আছি। আজ মার্কেন্টাইল ব্যাংকে খোঁজ নিলাম। জানা গেল যে তারা এখনও অ্যালার্টপে'র সংগে synchronized হয়নি। আমার আবার এই ব্যাংকেই অ্যাকাউন্ট আছে! রাজশাহী শাখায়। অ্যালার্টপে'র চেক ক্যাশ করাতে এখন আমাকে কি করতে হবে? যদিও আমি এখনও চেকের জন্য রিকুয়েস্ট করিনি, আগে থেকেই জেনে নিতে চাইছি কোথায় ক্যাশ করালে ভাল হয়। এমন কোন ব্যাংক কি আমাকে ক্যাশ দেবে যেখানে আমার অ্যাকাউন্ট নাই?
যারা মানিবুকার্স দিয়ে টাকা তোলেন, ব্যাংক ভেরিফিকেশনের জন্য তারা কি পদ্ধতি অনুসরণ করেন?
আমার কাছে পেওনিয়ার মাস্টারকার্ড আছে। এখনো অ্যাক্টিভেট করিনি। আমার মাইক্রোওয়ার্কার্সের ইনকাম (প্রায় ১৫ ডলার) যদি মানিবুকার্স বা অ্যালার্টপে'র মাধ্যমে ওই কার্ডে ট্রান্সফার করি, প্রথম বারে পেওনিয়ার কত টাকা কেটে নিতে পারে? আর মাসে মাসেই বা কত কাটবে?
বিঃ দ্রঃ জাকারিয়া ভাই এর লেখাগুলো আমার পড়া আছে। তাই মন্তব্য করার সময় ওনার ব্লগের লিংক না দিলেও চলবে। ওটা আমার ব্রাউজারে বুকমার্ক করা আছে। আমি শুধু অভিজ্ঞদের অভিজ্ঞতালব্ধ মতামত চাইছি।
আমি Tech-পাগল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ওই PC, Internet হামাক পাগলা করিছে... কত জবর জবর চমক দিয়্যা জিউডা কাড়িছে...!
হায়রে কাণ্ড আমার! কাল পোস্ট পাবলিশ করার সময় একদমই খেয়াল করিনি যে নিচে Allow Comments এর ঘরে টিক দেয়া হয়নি। একটু পরপর পোস্ট চেক করি কোন কমেন্ট এলো কিনা, প্রতিবারই দেখি ফাঁকা! অনেকক্ষণ পর একটু আগে আবার ঢুকেছিলাম চেক করতে, হঠাৎ নিচে চোখ পড়তেই দেখি Comments are closed. ৩-৪ সেকেন্ড লাগলো বুঝতে পেজগি টা কোথায় পাকিয়ে রেখেছি!! ঠিক করে দিলাম।
যারা এর মধ্যে আমার পোস্টে কমেন্ট করতে চেয়েছেন কিন্তু পারেননি, তাদেরকে অনুরোধ করছি এখন কমেন্ট করতে। প্রশ্নগুলোর উত্তর পেলে খুব উপকৃত হব।
এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি দুঃখিত ও লজ্জিত।