অন্যরকম ফেসবুক — একটু তথ্য চাই

আমি প্রায় প্রতিদিন ফেসবুক অল্পসল্প ব্যবহার করি । আজকে ফেসবুক পেজ খুলতে গিয়ে পরলাম এক সমস্যায় আসলে সমস্যা বলা যায় কিনা যানিনা কিন্তু আমার কাছে অন্যরকম মনেহল । facebok.com এন্টার করার পর ফেসবুকের লগইন পেজ না এসে পেজ অটো রিডাইরেক্ট হয়ে নিচের এই পেজ আসলো বুজতে পারলাম না আর কি সব সার্ভে আর গিফট দিবে বলছে।

fesbook hack

আমি জানতে চাই এগুলো কি অটো হ্যাক সিস্টেম গিফট দেওয়ার কথা বলে আমার তথ্য নিবে নাকি এটা একটি ফেসবুকের অংশ । আপনারা কেউ এসম্পর্কে জানালে আমাকে জানান।

Level 0

আমি সৌরভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Join me as friend if u want http://www.facebook.com/saurav.wahid


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জানতে চাই এর বিভাগ আছে। সেখানে পোস্ট করুণ না হলে রিমুভ করা হবে।

এটা মনে হচ্ছে ফিশিং স্ক্রিপ্ট এর লিংক। আপনার এন্টিভাইরাস হালনাগাদ করুন।

আর ফিশিং স্ক্রিপ্ট সম্পর্কে জানতে চাইলে এই টিউন টি পড়ে দেখুন।

Browser এর Link টা শেয়ার করেন ।

amar akdin ashchilo. close kore abar facebook a geci, sob thik hoye gese….

ami kokhono emonta dekhi nai