আমি একটা ওয়েব সাইট করতে চাই এবং তাতে সি প্যানেল সুবিধাও পেতে চাই। আপাদত কম স্পেস হলেও হবে। কিন্তু আমি জানি না আসলে কোথায় কার কাছ থেকে আমি ডোমেইন কিনব এবং কোথায় থেকে হোস্টিং কিনব। আমার সাইটে বাংলা এবং ইংরেজীর সংমিশ্রণ থাকতে পারে। মুল কথা হলো আমি আপাদত মাসে সব মিলিয়ে ১০০০টাকার বেশী খরচ করতে পারব না। আমাদের বন্ধুদের মাঝে কেউ কি আছেন যারা আমাকে সাহায্য করতে পারেন?
আমি dhruba। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
উমম, আমার সাথে যোগাযোগ করতে পারেন। .com ডোমেইন ৭৯৯ টাকা পড়বে। এটা বাৎসরিক। আর হোস্টিং এর প্যাকেজ আপনার সুবিধা মত নিতে পারবেন। বিস্তারিত জানার জন্য এখানে দেখতে পারেন। http://www.bestbdhost.com/hosting.html
আমার সাথে মেইল বা মেসেঞ্জারেও যোগাযোগ করতে পারেন। আমার জিটক এবং এমএসএন আইডি হচ্ছেঃ alamin(@)ibabar(.)com
আশা করি নিরাশ হবেন না।