জানতে চাই পেইজ ফাইল সম্পর্কে

মাই কম্পিউটারে রাইট ক্লিক করে advance থেকে চেঞ্জ এ ক্লিক করে,যেই পেইজটি দেখতে পাই এইখানে ভার্চুয়াল মেমোরি থাকে এইটা সবাই জানে।যেমন আমার কম্পিউটারে ফরমেট ড্রাইভ হচ্ছে F সেইখনানে দেখতে পাচ্ছি custom size ( initial size ) mb:1524    Maximum size mb:3048 এখন আমার প্রশ্ন হচ্ছে এইগুলি কি আমার কম্পিউটারে ভার্চুয়াল মোমোরির সাইজ? আর এই মেমোরি হার্ডডিস্ক এর ফরমেটকৃত ড্রাইভে ডিপল্ট ভাবে সেট করা থাকে? ইহা নিজ থেকে (ভারচুয়াল ) মেমোরি হিসেবে কাজ করে থাকে নাকি আমাকে ইহা সেট করে দিতে হবে।এই ভারচুয়াল মেমোরি আমি ইচ্ছামত যেই কোন ড্রাইভকে বানিয়ে ব্যবহার করতে পারবোনা? ইহা বাড়িয়ে নেওয়া যায় কি ভাবে।

Level 0

আমি আউয়াল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 1530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইগুলি কি আমার কম্পিউটারে ভার্চুয়াল মোমোরির সাইজ?
জ্বী

এই মেমোরি হার্ডডিস্ক এর ফরমেটকৃত ড্রাইভে ডিপল্ট ভাবে সেট করা থাকে?
সি ড্রাইভ বাদে অন্যান্য ড্রাইভে ডিফল্ট ০ বাইট সেট থাকে

যেই কোন ড্রাইভকে বানিয়ে ব্যবহার করতে পারবোনা?
জ্বী

ইহা বাড়িয়ে নেওয়া যায় কি ভাবে?
ওএস এর নাম দিন বলছি

সি ড্রাইভের মেমোরি গুলি কি আমি কোন সেটিং না করলে ও নিজ থেকে কাজ করে থাকে? আমি এক্স পি ব্যবহার করি।

    সি ডাইভে ডিফল্ট ভাবে আপনার র‍্যামের দিগুন ভারচুয়াল মেমরি থাকে
    এটি কাস্টমাইজ করতে বা অন্য ড্রাইভে সরিয়ে নিতে কিংবা কয়েকটি ড্রাইভে ভাগ করতেঃ

    computer > properties > Advance>প্রথম settings > Advance> change>
    অটো মেনেজ থেকে টিক তুলে দিয়ে কাস্ট মাইজ করুন।

পন্ডিত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।