আগমন বার্তা + সাহায্য প্রয়োজন

আমি 'এলিন', মিরপুর, ঢাকাতে থাকি। কম্পিউটার সায়েন্সে পড়ি। আমি বেশ কিছুদিন ধরেই টেকটিউনস ব্যবহার করছি, কিন্তু রেজিষ্ট্রেশান করতে সাহস হচ্ছিল না। কারন এখানে টিউন করবার মত এতোটা পরদর্শী এখনও হতে পারি নাই।

কিন্তু কিছুদিন ধরে খুবই সমস্যায় পড়েছি তাই আজ এখানে আসতে বাধ্য হলাম।

আমি ওয়েবে কাজ করবার সময় যা কিছু FTP দিয়ে আপলোড করি সেগুলো প্রথমবার দেথতে পাই, কিন্তু যখন এর কোন প্রকারের পরিবর্তন করি তখন আর নতুন গুলি দেখতে পাই না। যেমন আমি যদি ব্যানার পরিবর্তন করি, তাহলে সেই ব্যানার না দেখিয়ে আগের ব্যানারটাই দেখায়, যা আমি ডিলেট করে দিয়েছিলাম। তবে অন্যরা ঠিকটাই দেখতে পায়।  আমার ISP এর সাথে যোগাযোগ করায় তারা বললেন, উনার একটি Proxy Server ব্যবহার করছে, যা সকল কিছুই Cache Memory তে ধরে রাখে।

এখন আমি চাচ্ছি, এমন কোন উপায় যাতে আমি সেই প্রক্সিকে উপেক্ষা করেই আমার রিয়েল সাইটটি দেখতে পারবো

একদম ঠিকঠাকভাবেই। কিছু কিছু Proxy Site রয়েছে যাতে রিয়েলটা কিছুটা দেখা যায় কিন্তু এ্যাড থাকে আর

সবখিছু দেখায় না। যেমন : JQuery, JavaScript সাপোর্ট করেনা।

উপায় কি ? প্লিজ সাহায্য করুন ?

ক্ষমা চাচ্ছি : কোন থাম্বনেইল ছাড়া পোষ্টটি করা যাচ্ছিল না, কিন্তু আমার খুবই জরুরী এই পোষ্টটি। তাই আমার ছবিকেই...

Level 2

আমি মোঃ রেজোয়ান সাকী এলিন। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 480 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

I'm a student of Computing Information System (CIS) and love IT.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওদের প্রক্সি উপেক্ষা করলে আপনি ইন্টারনেট এক্সেস পাবেন না!
ফ্রি VPN ইউজ করলে আপনাকে এড এখতে হবে। VPN সব ইন্টারনেট কানেক্টেড এপলিকাশনরই প্রক্সি মত কাজ করে। কিন্তু প্রক্সি শুধু ওই ব্রাউজার বা ঐ পেজেই সীমাব্ধ।
……….zendproxy.com…………… প্রক্সি হিসেবে আমি এটি ব্যাবহার করি।আপশনে ক্লিক করে জাভা স্ক্রিপ, ফ্ল্যাশ সহ সেটিংস কাস্টমাইজ করুন।
আর যাবার আগে আমাকে একটা থ্যাংকস দেন। 😀

ধন্যবাদ। কিন্তু এটাতে তো সমস্যা দেখলাম। স্ক্রীপ্ট এনাবল হচ্ছে না। যেমন আমি একটি স্লাইডশো (ওয়ার্ডপ্রেসের বাইডিফল্ট) ব্যবহার করেছি। সেই টা কাজ করছে না। প্রতিটি ইমেজ নিচেনিচে পর পর চলে আসছে। আমার এমন কিছু দরকার যা একদম রিয়েল সাইট দেখা যাবে। প্লিজ সাহায্য করুন।

    VPI লাগান “পুরা পাংখা”

    hidemyass.com প্রক্সি লিস্ট থেকে বেছে নিন আপনারটি। পাশে লিখে দেওয়া আছে স্পিড, রিস্ট্রেকশান ও হায়াত।

আপনি টর (tor) ডাউনলোড করে ইনস্টল করে নিন। এটি পোর্টটেবল ফায়ারফক্সের সাথে ইন্টিগ্রেটেড। তবে ফ্লাশ ফাইল ভিডিও দেখা যায় না (কেরামতি করতে হয়)। আর কাজে লাগলে সেটা জানিয়ে বাস্তারিত একটা টিউন করে ফেলুন। ধন্যবাদ।

    ধন্যবাদ। দেখছি কি হয়। Tor কি এবং এর ডাউনলোড লিংক দিলে আরো ভালো হতো। এর জন কি পর্টেবেল ফায়ারফক্স ব্যবহার করতে হবে ?

    আলাদা ভাবে পোর্টেবল ফায়ারফক্স ব্যবহারের দরকার নাই। Tor এর উইন্ডোস ইন্সটলার ইন্সটল করলেই সব হয়ে যাবে।

    জ্বি ভাই, বুঝেছি। আপনাকে রিপ্লাই দেবার সাথে সাথে আমি গুগুলে খোঁজ করে পেয়েছি। ফায়ারফক্স সহকারে উইন্ডোজের একটি ভার্সন। প্রায় ১৬ মেগাবাইটের মত। ডাউনলোড হচ্ছে। দেখি কেমন হয়।

    হাসান ভাই, কাজ হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বহুদিন বলতে গেলে বহু মাস ধরে এই সমস্যায় ছিলাম।
    শুধুমাত্র দুইটি বিষয়ে সমস্যা। যেমন : টাইটেলবারে বাংলাতে ‘এলিনের ভুবন’ এবং ফেবিকন যুক্ত করেছিলাম যা দেখানোর কথা ছিল, আর আমি একটি টুলবার ব্যবহার করেছিলাম Wibiya সেটা আপডেট করেছিলাম যা দেখাচ্ছে না। তবে এগুলি তেমন সমস্যা নয়। হয়তো বা পরে চলে আসবে বা আমার কোন ভুল ছিল।
    সবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানি না এটা কতদিন থাকবে, নাকি পরে আবার সমস্যা শুরু হয়ে যাবে।

    আপডেট :
    আমার বিডিরুট থেকে মানে একটা সার্ভার থেকে মেইল আসতো আগে এখন আসে না, এটা কি হতে পারে ?

    আমি এখানে নতুন, কোনদিন টিউন করি নাই। পরে একদিন সময় করে টিউন করবো।

    হাসান ভাই, আপনি আমার একটি দুরুন সমস্যা ঠিক করে দিয়েছেন, তাই ধন্যবাদ। আপনি বললেন ফ্ল্যাশ ভিডিও ফাইল চালাতে হলে কিছু ট্রিকস অবলম্বন করতে হয়, যদি বলতেন কি ট্রিকস ভালো হতো।
    আরেকটি কথা, আমার একটি মোবাইল রয়েছে Symphony X110 কিন্তু এর সাথে কোন সিডি নাই। এটি কোথায় পাওয়া যাবে বলতে পারেন ? আসলে আমার পিসিস্যুটটি প্রয়োজন। যা দ্বারা মোবাইলের সকল নম্বার পিসিতে স্টোর করতে পারবো।