প্রথমেই বলে নেই, আমি ওয়েব-হোষ্টিং এ একদম নতুন। অনুগ্রহ করে আমার সমাধান দিবেন, এই আশায় টিউন করলাম। ধন্যবাদ।
আমার একটি নিউজ সাইট আছে। সাইটে প্রতিদিন-ই নিউজ পাবলিশ করা হচ্ছে। আমি এবং আমার ২/৩ জন বন্ধু মিলে সাইটটি ম্যানেজ করি। সাইটটি WebHostBd.com থেকে রেজিষ্ট্রেশন করা এবং একদম নতুন একটি সাইট। সাইটটি ওয়ার্ডপ্রেস এ করা। সাইটের লিঙ্ক: [https://bangladeshnews24.org] এই সাইটে প্রতিদিনের মতো নিউজ পাবলিশ করতে গিয়ে খেয়াল করি নতুন কোন Featured Image নিচ্ছে না। অর্থাৎ আপলোড দিলে আপলোড হচ্ছে না। সমস্যাটির স্ক্রীনশট নিচে দেয়া হলঃ
যখন কোনভাবেই আর আপলোড দিতে পারলাম না, তখন সিপ্যানেল এ লগিন করে সমস্যাটা চোখে পড়ল। সিপ্যানেল এর বামদিকের একদম উপরের নোটিশ বোর্ডে লেখা রয়েছেঃ
Warning: This account has reached its disk usage quota. If you need more disk space, contact your service provider.
সমস্যাটির স্ক্রীনশট নিচে দেয়া হলঃ
এবং আমার সিপ্যানেল এর ডিস্ক ইউজেস এর স্ক্রীনশট নিচে দেয়া হলঃ
অনেক খোঁজাখুঁজি করে শেষে কোন উপায়ান্তর না পেয়ে আপনাদের শরণাপন্ন হলাম। অনুগ্রহ করে আমার সমস্যাটার দ্রুত সমাধান দিলে আপনার নিকট চির কৃতজ্ঞ থাকবো।
আমি মেহেদী হাসান শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকনোলোজি + ❤ = আমি
Backup location ta check kore dekhte paren. cz backup file gulo khub e large hoy…