আমার ল্যাপটপের সমস্ত ফাইল ও ফোল্ডার এক্সটেনশন পরিবর্তন হয়ে EXE ফরম্যাট হয়ে গেছে। আমি কোন ফাইল-ই আর ওপেন করতে পারছিনা। ভিশন বিপদে আছি। কারো জানা থাকলে, একটু হেল্প করলে খুবেই ভাল হত। আমি কোন আন্টিভাইরাস ব্যবহার করিনা। আর তাই আন্টিভাইরাস ছাড়া কোণ উপায় থাকলে ভাল হয়। আশা করছি খুবেই দ্রুত হেল্প পাব। সবাইকে আগাম ধন্যবাদ।
আমার ল্যাপটপের সমস্ত ফাইল ও ফোল্ডার এক্সটেনশন পরিবর্তন হয়ে EXE ফরম্যাট হয়ে গেছে। আমি কোন ফাইল-ই আর ওপেন করতে পারছিনা। ভিশন বিপদে আছি। কারো জানা থাকলে, একটু হেল্প করলে খুবেই ভাল হত। আমি কোন আন্টিভাইরাস ব্যবহার করিনা। আর তাই আন্টিভাইরাস ছাড়া কোণ উপায় থাকলে ভাল হয়। আশা করছি খুবেই দ্রুত হেল্প পাব। সবাইকে আগাম ধন্যবাদ।
আমার ল্যাপটপের সমস্ত ফাইল ও ফোল্ডার এক্সটেনশন পরিবর্তন হয়ে EXE ফরম্যাট হয়ে গেছে। আমি কোন ফাইল-ই আর ওপেন করতে পারছিনা। ভিশন বিপদে আছি। কারো জানা থাকলে, একটু হেল্প করলে খুবেই ভাল হত। আমি কোন আন্টিভাইরাস ব্যবহার করিনা। আর তাই আন্টিভাইরাস ছাড়া কোণ উপায় থাকলে ভাল হয়। আশা করছি খুবেই দ্রুত হেল্প পাব। সবাইকে আগাম ধন্যবাদ।
আমি subro82। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইরাসের কাজ ভাই,
লেটেস্ট এন্টিভাইরাস দিয়ে স্কান করে দেখতে পারেন তবে তার আগে এটা করেন
যেমন আপনার জানা আছে এমন ফাইলের এক্সটেনসন,ইডিেট করা।
যেমন একটা ভিডিও ফাইল
উদাহরণ হিসাবে দেখাই
hindi song.exe আছে,এখন ইডিট করবেন এভাবে> hindi song.mp4.
দেখেন কাজ হয়ে গেছে