টিউনারদের দৃষ্টি আকর্ষন করছি…

কোন কারণে নিজের ব্লগ সাইট যদি লোড হতে দেরী করে কিংবা লোড না হয়, আবার যদি ২/৩ দিন সার্বারে পাওয়া না যায় তবে করনীয় কী? সম্ভবত অভার ট্যাফিক হলে এই সমস্যা হয়।। এই সময়ে একজন ব্লগারের করনীয় কী।। আমি খুবই সমস্যায় আছি, কারো জানা থাকলে হেল্প করূন।

Level 2

আমি ভুলো মন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নতুন ফ্রিলেন্স মার্কেট: https://upclerks.com/ আমাকে পাবেন : https://www.kulauranews.com/ মোবাইল: +8801929766847 (whatsapp)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার ব্লগে যদি খুব হাই ট্রাফিক থাকে তবে ভাল পেইড হোস্টিংয়ে মুভ করাটাই যুক্তিযুক্ত বলে আমি মনে করি। কারণ ভাল হোস্টিং হলে প্রোভাইডার ৯৯.৯% আপটাইম গ্যারান্টি দিবে। তখন আর আপনার সার্ভার লোড নিয়ে চিন্তা করতে হবে না।

    ভাল কয়েকটা হোষ্টিং সাইটের ঠিকানা দিন। তাদের রেট টাও জানাতে পারলে ভাল হয়। আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।

    আমি বাংলাদেশে সবচেয়ে নির্ভরযোগ্য হোস্টিং পেয়েছি সালেহ ভাইর কাছ থেকে। উনার সাইটঃ So Cheap Host.com হয়তো অবসর.কমের নাম শুনে থাকবেন। এটাও উনারই আরেকটা সাইট। আমার নিজের সাইটগুলোও সোচীপহোস্টে হোস্ট করা। আমার রিসেলারটাও উনাদের কাছ থেকেই নেয়া। সবচেয়ে ভাল লাগে উনাদের ডেডিকেটেড কাস্টমার সার্ভিসটা। অসাধারণ। প্রথম থেকেই এখানেই আছি। আর কোথাও যেতে হয়নি।
    উনারা সাধারণত শেয়ার্ড হোস্টিংয়ের জন্য দুইধরণের সার্ভার প্রোভাইড করেন। একটা মোটামুটি, এটার আপটাইম ৯৯%, আরেকটার আপটাইম ৯৯.৯%। স্বভাবতই পরেরটার দাম একটু বেশি। বিস্তারিত রেট জানার জন্য উনাদের সাইটটা দেখতে পারেন।
    আশা করে ঠকবেন না।