সাহায্যঃ WP Post Thumbnail প্লাগিনটি সম্পর্কে বিস্তারিত জানতে চাই

আমি আমার একটি ব্লগে WP Post Thumbnail প্লাগিনট একটিভ করি কিন্তু সেটি কাজ করছে না। আমি পূর্বে অন্যান্য ব্লগে একটিভ করলেও এটিকে ঠিকমত একটিভ করতে পারিনি। যারা এই প্লাগিন্টি ব্যবহার করে দয়া করা দ্রুত জানাবেন। আমি এর বিকল্প হিসেবে Hungred Post Thumbnail প্লাগিন্টি ব্যবহার করলেও রিসাইজের পর এর ইমেজ কোয়ালিটি খুবই খারাপ হয়ে যায়।

Level 0

আমি খালিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অবসরের একমাত্র সঙ্গী ইন্টারনেট। সময় পেলে বসে পড়ি প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ব্লগ পড়তে। মাঝে মধ্যে নিজেই শুরু করে দেই ব্লগিং। ব্লগ পড়া ও লেখা দুটোই নেশার মত হয়ে গেছে। আমার সম্পর্কে আরো জানতে চাইলে ঢুঁ মারুন ফেসবুকে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজ না করার তো কোন কারণ দেখি না। ও একটা কথা, আপনার হোস্টে কি GD লাইব্রেরী ইন্সটল করা আছে?

    GD লাইব্রেরী সম্পর্কে ধারণা নেই। অনুগ্রহ করে জানাবেন কিভাবে চেক করতে পারি ইন্সটল করা আছে কিনা। আমার সাইটটি বাইট হোস্টে হোস্ট করা।

    এটা কিভাবে চেক করে আমি নিজেও জানিনা। তবে আপনার প্রোভাইডারের ফিচারলিস্টে থাকার কথা। একটা আজাইরা সিস্টেম 😛 অবশ্য আছে চেক করার জন্য। আপনাকে WP Post Thumbnail কি কোন ওয়ার্নিং দিয়েছিল?