পেন ড্রাইভে সমস্যা! সাহায্য করুন প্লীজ

আমার চাইনিজ নন ব্রান্ড  ১৬ GB পেনড্রাইভটি কিছুদিন হলো সমস্যা হচ্ছে। পেন ড্রাইভে কিছু রাখলে ১০-১৫ মিনিট পর সব ফাইল হওয়া হয়ে যায়। এবং কোন text documents রাখলে তা ওপেন করলে হিজি-বিজি লেখা দেখা যায় X(( । আর আমি অনেক ভাবে চেষ্টা কেরে দেখেছি কিন্তু NTFS ফরমেট দেওয়া যায় না। ডিক্স রিজেনারেটর টাইপ কোন ইউটিলিটি থেকে স্কান  করেছিলাম কিন্তু পেনড্রাইভের সাইজ কমে যাবে। পেনড্রাইভ টা কি ঠিক করা যাবে?

Level 0

আমি Esshan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Mediafire theke 2 / 3 te file download korara por ar kono file download korte parchhi na….
Keu Help korun Please.
Thank You.

    বিপাশা আপু আপনি আরেকজনের সমস্যার মধ্যে আপনার সমস্যার কথা লিখেছেন কেন?তাও যদি একই রকম সমস্যা হতো একটা কথা ছিলো।যাই হোক আপনি আপনার সমস্যার ব্যাপারটা পুরাপুরি পরিষ্কার করে বলেন নি।মিডিয়াফায়ার থেকে ২/৩ টা ফাইল ডাউনলোড করার পরে আর কোন ফাইল ডাউনলোড করা যাচ্ছে না মানে?কি দেখায়?পরের বার বিস্তারিত লিখুন এবং অবশ্যই নিজের জন্যে আরেকটি নতুন টিউন ওপেন করে।

Level 0

ভাই আপনি Attribute changer software টি নামিএ নিন।এর পর Install করুন কোন virus free PC টে।PC র folder hide option টি open কোরুন, pen drive যে file টি hide হয়ে আছে right button click করলে Attribute change option আছে ,click করুন ,সেখান hide option টিক উঠে এ ডিন।apply কোরুন।
Download link : http://dc312.4shared.com/download/8tOAAVTV/ac_online.exe?tsid=20110203-055759-f06e257f

    orange_taj আপনি এই সফটয়্যার কেন শেয়ার করলেন আমি ঠিক বুঝলাম না?এইখানে হিডেন ফাইলের কোন ব্যাপার তো দেখলাম না।

প্রথমেই বলব আপনি আপনার টিউনের বিভাগ পরিবর্তন করুন।এটিকে সাহায্য বিভাগে ট্রান্সফার করুন।আর আপনার সমস্যা সম্পর্কে পড়ে যা মনে হলো,পেন ড্রাইভে ব্যাড সেক্টর আছে।এই অবস্থায় কোন কিছুই আপনাকে পুরাপুরি সমাধান দিতে পারবেনা।শুধুমাত্র একটি কাজ করে দেখতে পারেন সেটি হচ্ছে ব্যাড সেক্টর রিমুভার বা ব্যাড সেক্টর ফিক্সার সফটয়্যার দিয়ে চেষ্টা করুন ব্যাড সেক্টর ফিক্স বা রিমুভ করতে।এরপরেও যদি কাজ না হ্য় তাহলে এই পেনড্রাইভটির একমাত্র জায়গা হবে ডাস্টবিন(মাইন্ড করবেন না,এটাই নিয়তি)।

    আরেকটা ব্যাপার আপনি কিভাবে NTFS ফাইল সিস্টেমে পরিবর্তন করার চেষ্টা করেছেন আমি জানি না,তবে পেন ড্রাইভের ফাইল সিস্টেম NTFS এ পরিবর্তন করা যায়,কিন্তু করা গেলেও কি কারণে করতে চাইছেন তা বলবেন কি?আর করলেও কিন্তু আপনার যে সমস্যা তা থেকে মুক্তি পাবেন না।
    আরেকটা ব্যাপার এইটা কিন্তু ঠিক যে পেন ড্রাইভ যতবার-ই ফরমেট করবেন তার সাইজ তত কমতে থাকবে,এইটা খুব কম পরিমানে কমে বলে খেয়াল করা হয়না।তাই একান্তি প্রয়োজন না হলে পেন ড্রাইভ ফরমেট করবেন না।

    Level 0

    এই রকম সফটওয়্যার সম্পকে জানা থাকলে সাহায্য করুন।

run এ গিয়ে cmd লিখেenter চাপুন। এবার আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ড যে ড্রাইভে আছে তার অক্ষর(যেমন I: , J:, K: ) টাইপ করুন।এখন নিচের কমান্ড লিখে enter চাপুন-
attrib -s -r -h -a /s /d

ভাই আপনার ব্লগের প্রমোশন করছেন ভালো কথা,কিন্তু এইভাবে করাটা তো ঠিক না,আমি যতদুর জানি টেকটিউন্সের নীতিমালা অনুসারে আপনি এইভাবে সাইট প্রমোট করতে পারেন না।মনে কষ্ট নিয়েন না,যে সাইট আমাদেরকে এতকিছুই দিচ্ছে তাও ফ্রিতে তার জন্যে নুন্যতম কিছু মেনে চলা কি এতই কষ্টের।আশা করি বুঝতে পারছেন,ভালো থাকবেন।আর আপনি যে উনাকে সাহায্য করার চেষ্টা করেছেন এইজন্যে আপনাকে ধন্যবাদ।

esshan ভাই আপনি কেন বললেন আপনি eset smart security ব্যাবহার করেন?তাও আবার কমেন্টের রিপলাই করলেন,আমি ঠিক বুঝলাম না।একটু বুঝিয়ে বলবেন কি?