টেকটিউনসের আডমিনের কাছে আমার একটা প্রশ্ন আছে। আমি আজকে সকারলের দিকে একটা টিউন করলাম। টিউনটির মধ্য আমি একটা "ZIDDU"এর লিঙ্ক দিয়েছি, যেখান থেকে হ্যাকিংএর বইটা ডাউনলোড করা যাবে। কিন্তু সন্ধ্যায় আমি যখন টেকটিউন্সে ডুকি, তখন দেখতে পেলাম যে অই লিঙ্ক টা বদলে গেছে। অইখানে ক্লিক করার পর "MEDIA FIRE" এর একটা লিঙ্ক আশলো। তারপর আমি তারাতারি লগিন করলাম, এবং যখন আমি লিঙ্কটা বদলাতে গেলাম, তখন আমি দেখতে পারলাম যে, "Last edited by মেহেদি হাসান on 31 জানুয়ারি, 2011"
আমি ছাড়া কি অন্য কেউ আমার পোস্ট এডিট করতে পারবে? নাকি আমার অ্যাকাউন্টটা হ্যাকড হয়ে গেলো।
আমি সবার সাহায্য কামনা করছি।
ধন্যবাদ।
আমি আশিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাবনার বিষয়