আমার টেকটিউনস অ্যাকাউন্টকি হ্যাক হয়ে গেলো নাকি?

টেকটিউনসের আডমিনের কাছে আমার একটা প্রশ্ন আছে। আমি আজকে সকারলের দিকে একটা টিউন করলাম। টিউনটির মধ্য আমি একটা "ZIDDU"এর  লিঙ্ক দিয়েছি, যেখান থেকে হ্যাকিংএর বইটা ডাউনলোড করা যাবে। কিন্তু সন্ধ্যায় আমি যখন টেকটিউন্সে ডুকি, তখন দেখতে পেলাম যে অই লিঙ্ক টা  বদলে গেছে। অইখানে ক্লিক করার পর "MEDIA FIRE" এর একটা লিঙ্ক আশলো। তারপর আমি তারাতারি লগিন করলাম, এবং যখন আমি লিঙ্কটা বদলাতে গেলাম, তখন আমি দেখতে পারলাম যে, "Last edited by মেহেদি হাসান on 31 জানুয়ারি, 2011"

আমি ছাড়া কি অন্য কেউ আমার পোস্ট এডিট করতে পারবে? নাকি আমার অ্যাকাউন্টটা হ্যাকড হয়ে গেলো।

আমি সবার সাহায্য কামনা করছি।

ধন্যবাদ।

Level 0

আমি আশিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাবনার বিষয়

টেকটিউনস নীতিমালা ১.১৩ দেখুন।

    Level 0

    হুম
    আসলে গায়েব হয়না
    অপসারন হয়

মোডারেট রা এডিট করতে পারবে যে কারো পোষ্ট। কনো কারনে মনে হয় এডিট করা হয়েছে, এখানে জুড্ডু লিংক এলাও না তাই হতে পারে। বাট আমার আরো বড় ঝামেলা হইছে, সেটা হলো আমার এডমিন পানেলে গেলে আমার কনো টিউন দেখা যায় না। দেখি এর কনো জবাব পাই নাকি। এছারাও কালকে টিউন করলাম টিউন গায়েব, এর আগের টিউনের স্কিন শট গায়েব। হাহা

Level 0

আশিক ভাই, NO COMMENT মডুরা নাকে তেল দিয়ে ???????????? ধন্যবাদ,,,,,,,।

Level 0

কত মানুষের টিউনই গায়েব হয়ে যায়! 😮 আর আপনারতো মাত্র লিংক চেঞ্জ হইছে 😡

ও ভাই আমার টা কাকে বলব? সেদিন রাতে টেকটিউনসে ঢুকতে গিয়ে দেখি একটা মেসেজ দেখায়
For some suspicious activities you are tempoally banned from this site
মাথাডা তো পুরা নষ্ট হয়ে গেল আমার মত একটা শান্ত শিষ্ট লোক আবার কি খারাপ কাজ করলাম, টিউন করিনা, দুইডা কমেন্ট করি তাও যদি suspicious হয়ে যায়, তাহলে তো পুরাই শেষ । কয়েকটা browser দিয়ে try করলাম কাজ হয় না। পরে পিসি বন্ধ করে ১০ মিনিট পরে চালাইলে তারপর চলছে। কে কি না কি করছে আমার আইপি তে প্রবলেম । আর আশিক ভাই আপনার তো লিংক চেঞ্জ হইছে আমি একবার জিদ্দুর লিংক দেয়াতে পোষ্ট ই উধাও হয়ে গেছিল………….. এই কষ্ট কই যে রাখি

    @অমিত :
    আমারও একই প্রবলেম হয়েছিল। মাথাটা পুরাই নস্ট করে ফেলেছিল।

আমারও একই প্রবলেম