জরুরী প্রয়োজনে আমার একটি verify paypal একাউন্ট চাই। ইন্টারনেটে প্রয়োজনীয় কিছু ক্রয়-বিক্রয়ের জন্য। কিন্তু আমার বিদেশে কেউ পরিচিত নেই যে সাহায্য করতে পারবে এক্ষেত্রে টিকটিউনের সবার কাছে অনুরোধ যদি কেউ পারেন আমাকে একটি verify paypal একাউন্ট দিন অথবা কিভাবে verify করবো বলে দিন। এক্ষেত্রে PayPal account verification virtual credit card (VCC) কতটুকু নিরাপদ ধারণা থাকলে একটু জানাবে। যোগাযোগে>>[email protected]
আমি swordfish। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 2283 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যতদিন না পেপাল বাংলাদেশে আসছে ততদিন কোনকিছুই ১০০% নিরাপদ না। তবে আপনি এটা নিশ্চয়ই স্বীকার করবেন যে, VCC এর চেয়ে আসল মাস্টারকার্ডের আবেদন একটু বেশিই হবে। তাই আমি বলব, পারলে কোথাও থেকে একটা মাস্টারকার্ড আনিয়ে ওটা দিয়ে ভেরীফাই করুন। + পেপাল একাউন্টটা পার্সোনাল প্রোতে আপগ্রেড করুন। আশা করা যায় রিস্ক কমে আসবে।
তারপরও আবারও বলি, পেপাল লিগালি না আসা পর্যন্ত কখনোই পরিপূর্ণ নিরাপদ না।
ও, আরেকটা কথা। যদি মাস্টারকার্ড দিয়ে পেমেন্টের অপশন থাকে তবে সেটা দিয়ে লেনদেন করলেই ভাল করবেন। এটা ১০০% নিরাপদ।