এসইও নিয়ে সাহায্য চাই! সাহায্য চাই!

কেউ কি বলতে পারেন যে, ঢাকাতে কোথায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখা যাবে বা ট্রেইনিং সেন্টার আছে। আমি অনেক খুঁজেছি কিন্ত কোথাও খুঁজে পেলাম না। তাই এখন আপনাদের কাছে সাহায্য চাইতে হচ্ছে। কেউ যদি জানেন তাহলে দয়াকরে সাহায্য করেন। আর একটা কথা। এখানে কেউ কি জানেন যে কে ওয়ার্ডপ্রেস কাষ্টম টেমপ্লেট তৈরী করতে পারে? মানে ওয়ার্ডপ্রেস থীম ডিজাইনার খুঁজছি। কারো জানা থাকলে আমাকে জানান প্লিজ।

Level 0

আমি সুমন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 245 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

My Name Is "SuMoN". I'm Study in "Computer Science & Engineering". I Live in Dhanmondi, Dhaka, Bangladesh.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি এক্সক্লুসিভ ওয়ার্ডপ্রেস থিম তৈরি করে দিতে পারি। স্যাম্পল লাগলে বলবেন। আর গত বৃহস্পতিবার ফার্মগেটে সিও শেখানোর একটা সাইন বোর্ড দেখেছিলাম।

    নতুন পন্ডিত ভাই,
    আপনাকে অনেক ধন্যবাদ সাহায্য করার জন্য। আমি আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো? আপনার সাথে যোগাযোগ করার জন্য কোন এ্যাড্রেস দিন। তাড়াতাড়ি।

    talukderimran@Gmail.com এ পাবেন। আর একটা কথা এ্যাড্রেসটা কপি করে কমেন্টা ডিলিট করে দেন। নয়তো স্প্যামের জ্বালায় আমার ঘুম হারাম হয়ে যাবে! 😀

talukderimran[at]Gmail.com এ পাবেন। আর একটা কথা এ্যাড্রেসটা কপি করে কমেন্টা ডিলিট করে দেন। নয়তো স্প্যামের জ্বালায় আমার ঘুম হারাম হয়ে যাবে! 😀

    ধন্যবাদ ভাই,
    আমি আপনাকে গুগোল টক এ যুক্ত করেছি। আপনি আমাকে অ্যাড করুন এক্ষুনি।

কাস্টম ওয়ার্ডপ্রেস থীমের জন্য তারেক ভাইর সাথে যোগাযোগ করতে পারেন। স্যাম্পল হিসেবে উনার সাইটটাই দেখতে পারেন। উনার সাইটঃ http://tareq.wedevs.com/

কিছু পড়াশুনা করুন। এই টিউনে কিছু বইয়ের নাম দিয়েছিঃ
<A HREF="https://www.techtunes.io/tutorial/tune-id/27814/">সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর আরও কিছু গাইড</A>

    লিংক এর এইচ টি এম এল কোড ঠিকমতো দিতে পারলাম না বলে দুঃখিত

    এগুলো কি বাংলায় করা?

    না, ইংরেজী। কিন্তু কিছু আছে সহজ ভাষার।