বন্ধুরা,
কেমন আছো সবাই? একটি সাহায্যের/পরামর্শের জন্য লিখলাম।
আমি একটি ডিজিটাল ক্যামেরা কিনতে চাই। বাজেট ১৫,০০০ টাকা থেকে ১৮,০০০ টাকা। আমি প্রাথমিকভাবে Sony-র দুটি মডেল নির্বাচন করেছি। মডেল দুটি হল: Sony Cyber-shot DSC-T99 এবং Sony Cyber-shot DSC-W380। কিন্তু ডিজিটাল ক্যামেরা সম্পর্কে আমার খুব বেশি ধারনা নেই। তাই Specifications পড়ে তেমন কিছু বুঝতে পারছি না। আমি নিচে মডেল দুটির Specifications এবং সাথে দাম দিয়ে দিলাম। কেউ কি একটু কষ্ট করে পড়ে আমাকে মডেল নির্বাচন করতে সাহায্য করবে, প্লিজ?
Sony Cyber-shot DSC-T99
দাম: ১৭,১০০ টাকা
লিংক: http://www.photographyblog.com/reviews/sony_cybershot_dsc_t99_review/specifications/
Sony Cyber-shot DSC-W380
দাম: ১৫,০০০ টাকা
লিংক: http://www.photographyblog.com/reviews/sony_cybershot_dsc_w380_review/specifications/
তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ।
আমি মোঃ সামীউল ইসলাম হিরন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এত টাকা দিয়ে কিনবেন কেন? ১২হাজারে এখন ভালো জিনিস পাওয়া যায়। সনির। ক্যমেরার মেইন জিনিস হলো মেগা পিক্সেল। দোকানে গিয়ে বা নেট এ দেখেন কম দামে কত মেগা পিক্সেল পাওয়া যায়। ১০মেগা পিক্সেল হলো বিসাল ব্যাপার (হোম উইস এর জন্য) সো, আরো কিছু জানতে রিপলাই দিন