শুধু মাত্র 3D মুভি দেখার জন্য ১৯ ইঞ্চি এলসিডি মনিটর কিনলাম।(সুযোগে সবাইরে জানালাম) 😆
অনেক কষ্টে কাটাবন থেকে সিলোপিন পেপার খুজে পেয়েছি। জোড়াতালি দিয়ে চশমাও বানিয়েছি। কিন্তু দেখার মতো 3D মুভি পাচ্ছি না। Avatar এর ক্লিপ দেখেছি কিন্তু এতটা ভাল লাগে না। একটা পেয়েছি নাম হলো Pangea। কিন্তু মুভিটা মাত্র ৭ মিনিটের। 🙁 আসল 3D এর স্বাধযে এই চশমা দিয়ে পাওয়া যেতে পারে তা এই মুভি না দেখলে বুঝতে পারতাম না। ফ্যান্টাসি কিংডম বা ওয়ান্ডারল্যান্ডে যে শো গুলা দেখান হয় তা কি নেটে পাওয়া সম্ভব? যদি হয় তাহলে নাম কি?
কেউ কি আমাকে ঐধরনের শো এর নাম বলবেন?
খুব উপকার হয় তাহলে। 😀 😀
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
আপনি ওই পেপার কোথায় পেলেন ভাইয়া? আর কিভাবে আমি চশমা বানাতে পারি এবং কিভাবে এই থ্রীডি মুভি দেখতে পারি? এসম্মন্ধে কিছু বলবেন কি? উপকার হতো!