কিছু 3D মুভির নাম দরকার সেগুলা ফ্যান্টাসি কিংডম বা ওয়ান্ডারল্যান্ডে দেখান হয়

শুধু মাত্র 3D মুভি দেখার জন্য ১৯ ইঞ্চি এলসিডি মনিটর কিনলাম।(সুযোগে সবাইরে জানালাম) 😆

অনেক কষ্টে কাটাবন থেকে সিলোপিন পেপার খুজে পেয়েছি। জোড়াতালি দিয়ে চশমাও বানিয়েছি। কিন্তু দেখার মতো 3D মুভি পাচ্ছি না। Avatar এর ক্লিপ দেখেছি কিন্তু এতটা ভাল লাগে না। একটা পেয়েছি নাম হলো Pangea। কিন্তু মুভিটা মাত্র ৭ মিনিটের। 🙁 আসল 3D এর স্বাধযে এই চশমা দিয়ে পাওয়া যেতে পারে তা এই মুভি না দেখলে বুঝতে পারতাম না। ফ্যান্টাসি কিংডম বা ওয়ান্ডারল্যান্ডে যে শো গুলা দেখান হয় তা কি নেটে পাওয়া সম্ভব? যদি হয় তাহলে নাম কি?
কেউ কি আমাকে ঐধরনের শো এর নাম বলবেন?
খুব উপকার হয় তাহলে। 😀 😀

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি ওই পেপার কোথায় পেলেন ভাইয়া? আর কিভাবে আমি চশমা বানাতে পারি এবং কিভাবে এই থ্রীডি মুভি দেখতে পারি? এসম্মন্ধে কিছু বলবেন কি? উপকার হতো!

Level 0

Pangea মুভিটা শেয়ার করেন আমরাও একটু দেখি।

Level 0

ভাই পাচ্ছি না কস্ট করে যদি ডাউনলোড লিংক দিতেন খুশি হতাম।

Level 0

আর নতুন কোনো মুভি পাইলে জানাইয়েন।

Level 0

ভাই TotalMedia Theatre 5 ইনস্টল করে সব সেটিং করছি কিন্তু ভিডিও রান হচ্ছে না। ম্যাসেজ দিচ্ছে-
Failed to intialize a vedio overlay. You may update your grafics driver. If the problem persists, your grafics card may not support vedio overlay. please check with your graphics card provider.
সমস্যা কি বুঝতেছি না।
আমার pc- Dual Core 2.20GH
Bioster G31
3gb Ram
Win 7
Plz হেল্প করেন!!!!!!!!!!!!!!

    আপনার গ্রাফিক্স ড্রাইভার পাচ্ছে না।
    মাদারবোর্ডের সিডি থেকে ইন্সটল করে দেখতে পারেন।
    আর সমস্যার কথা ঐ টিউনে জানান।

Level 0

ভাই ঐ টিউনে কমেন্টস করসি কিন্তু কোনো response পাচ্ছি না।

Cyberlink Power DVD 10 ডাউনলোড করে ইউজ করেন, যেকোনো 2D মুভি 3d তে দেখতে পারবেন………..

এখানে ২টা অরিজিনাল 3d মুভি আছে, ডাউনলোড করে দেখেন মজা পাবেন………
http://www.depthq.com/playerdemos.html