টেকটিউন্সের জ্জানী-গুণী সকলের সাহায্য চাই। আমি আজকে এক্সপি সার্ভিস প্যাক ২ এর লাইট ভার্সন সেটাপ দিয়েছি। আমি আগেও টেকটিউন্সের iComplex Bangla ব্যবহার করতাম এখনও করছি। কিন্তু নতুন এক্সপি দেওয়ার পর ফন্ট গুলো নিচের ছবির মত ফাটা ফাটা আসছে। এ সমস্যা থেকে পরিত্রানের উপায় জানাবেন প্লিজ। টেকটিউন্সের iComplex Bangla ইন্সটলের পর সমস্যা গেল না। আমি মজিলা ফায়ারফক্স ব্যবহার করি।
http://img191.imageshack.us/img191/7414/fontproblem.th.jpg
বি.দ্রঃ আমার পূর্বের বাংলা ফন্টগুলো দেখতে খুবই পরিষ্কার ছিল।
Uploaded with ImageShack.us
আমি খালিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অবসরের একমাত্র সঙ্গী ইন্টারনেট। সময় পেলে বসে পড়ি প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ব্লগ পড়তে। মাঝে মধ্যে নিজেই শুরু করে দেই ব্লগিং। ব্লগ পড়া ও লেখা দুটোই নেশার মত হয়ে গেছে। আমার সম্পর্কে আরো জানতে চাইলে ঢুঁ মারুন ফেসবুকে।
এখান থেকে FontFixer ডাউনলোড করে সিয়াম রুপালি সিলেক্ট করে পিসি রিস্টার্ট দিন।
http://www.vistaarc.com/download/font_fixer_2.0.0.exe