বর্তমানে বাংলাদেশ থেকে ফোন নাম্বার দিয়ে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা যাচ্ছে না। আপনার কাছে কোন সমাধান আছে। আর যারা আপনারা আগে থেকে ইনকাম করছেন তারা কি এখনো চেকের মাধ্যমে ইনকাম দেশে আনতে পারছেন ? কেউ যদি Amazon অ্যাফিলিয়েটার থাকেন দয়া করে সমাধান বলে দিবেন। আমি Amazon অ্যাফিলিয়েট এ আগ্রহী।
উল্লেখ্য ঃ কয়েক দিন চেষ্টা করার পর একই রেজাল্ট দেখাচ্ছিল। ফোন নাম্বার ভেরিফাই করা যাচ্ছিলো না। পরে জানতে পারলাম বাংলাদেশে এটা বন্ধ। আরেক জায়গা থেকে জানতে পারলাম তিনি গুগল ভয়েস দিয়ে নাকি অ্যাকাউন্ট খুলেছে। বিষয়টা কনফিউজিং!
কিন্তু নিশ্চই আপনাদের কারো না কারো এই সমাধান জানা আছে। তাই এই টিউন করা। আর যেহেতু এখন আকাউন্ট খোলাই বন্ধ সেখানে যারা আগে থেকে আমাজান অ্যাফিলিয়াটে আছেন তারা লেনদেনে কোন সমস্যায় পড়েছেন কিনা।
আমার ওয়েব সাইট, কন্টেন্ট, সব ই তৈরি করা আছে। কিন্তু এখানে ভেরিফাই করতে গিয়ে যত সমস্যা। অ্যামাজন ঠিক কি কারনে এমন করলো তা বোধগম্য হোলনা
তাই কেউ যদি Amazon অ্যাফিলিয়েটার হয়ে থাকেন দয়া করে সমাধান বলে দিবেন।
আমি AfiA Multifarious Biz। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কম্পিউটার, ইন্টারনেট সার্ফিং, ব্লগিং এর প্রতি বিশেষ এক আকর্ষন বোধ করি। কম্পিউটারসহ বিভিন্ন ব্যাবসার পাশাপাশি ব্লগিং এর এই প্লাটফর্মে নিজের ভেতরকার জ্ঞানের দ্বারা আপনাদের যদি সামান্য উপকারে আসি তবে সেটুকুই আমার প্রাপ্তি। আপনাদের নিকট দোয়া কামনা করছি।