বাংলা ব্লগ সাইটে এড প্রোগ্রাম যুক্ত করতে চাই

আমি আমার বাংলা ব্লগ সাইটে যেকোন এড প্রোগ্রাম বসাতে আগ্রহী। এডসেন্স যেহতু বাংলা সাপোর্ট করে তাই আমি জানতে চাই অন্য কোন ট্রাস্টেড এড প্রোগ্রাম আছে কিনা যার কোড আমি আমার বাংলা সাইটে বসাতে পারব। সকলের সাহায্য কামনা করছি। অনুগ্রহ করে দ্রুওত জানাবেন। আমি ওয়ার্ডপ্রেস ইঞ্জিনে সাইট পরিচালনা করছি।

Level 0

আমি খালিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অবসরের একমাত্র সঙ্গী ইন্টারনেট। সময় পেলে বসে পড়ি প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ব্লগ পড়তে। মাঝে মধ্যে নিজেই শুরু করে দেই ব্লগিং। ব্লগ পড়া ও লেখা দুটোই নেশার মত হয়ে গেছে। আমার সম্পর্কে আরো জানতে চাইলে ঢুঁ মারুন ফেসবুকে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বিডভারটাইজার বাংলা সাপোর্ট করে। লিংকঃ http://www.bidvertiser.com

    আর আপনি যদি ওয়ার্ডপ্রেসে ব্লগ খুলতে চান তবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। মেইলঃ alamin[at]ibabar[dot]com

    Level 0

    @বাবর: ভাই, টেকটিউনসে কিভাবে গুগল এ্যাড সাপোর্ট করলো। জানালে খুশি হব।

ধন্যবাদ বাবর ভাইয়া আপনাকে। কিন্তু আমি এতদিন জানতাম বিডভারটাইজার বাংলা সাপোর্ট করে করে না।এজন্য এদিকে আমি ঝুকি নি। আবার এই এড প্রোগ্রামটা আমার বেশ ভালোও লাগে আপনি কি পুরোপুরি নিশ্চিত? দয়া করে জানাবেন।

    ওদের Language লিস্টে বাংলা আছে। আর অনেক বাংলা সাইটেই মাঝে মাঝে ওদের এড দেখি।
    তবে সত্যি কথাটা হল, কোন এড প্রোগ্রামের পক্ষেই বাংলা সাইটে ঠিকমত এবং লাভজনক এড প্রদর্শন করা সম্ভব না। কারণ বাংলা সাইটে সাধারণত বাংলা এডগুলাই দেখানো হয়। আর বাংলাদেশ থেকে কয়জন বাংলায় এড দেয় সেটা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান।