আমার Paypal একাউন্টে হেল্প প্রয়োজন!!!

রাগে আমার মাথার চুল ছিড়তে ইচ্ছা করতেছে। সামান্য ভুলের জন্য আমার ডোমেইন কেনাটা আটকে গেল। ডোমেইন কিনতে লাগবে ৯.২৮ ডলার ভুলে ৯.১০ ডলার পেপাল একাউন্ট থেকে আমার নেমচিপ একাঊন্ট এর ফান্ডে এড করেছি, আমার পেপাল একাউন্টে সর্বোমোট ৯.৩১ ডলার ছিল। এখন আবার নতুন করে ফান্ডে এড করা যাবে না কারন সর্বনিম্ন ৫ ডলার নেমচিপ ফান্ডে এড করা যায়। কেঊ কি আমাকে হেল্প করবেন আমার পেপাল একাউন্টে ৬ ডলার পাঠিয়ে? যদি কেউ হেল্প করতে চান তাহলে প্লিজ আমার সাথে যোগাযোগ করুন।

Level 0

আমি জাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এককাজ করুন। নেমচীপ থেকে ফান্ড উইথ্ড্র করে আবার এড করুন।

————————————————————————
Get 500mb cPanel Free Hosting

    ধন্যবাদ পরামর্শের জন্য। namecheap থেকে ফান্ড উইথড্র করতে কোন চার্জ কাটবে না? চার্জ কাটলে তো যেই লাউ সেই কদুই হবে।

    নেমচীপ থেকে ফান্ড উইথ্ড্র করা যাচ্ছে না! সর্বনিম্ন ২০ ডলার না হলে ফান্ড উইথ্ড্র করা যাবে না। 🙁