১। গত ১৫-২০ দিন যাবৎ হার্ডডিস্কের প্রবলেমে ভুগছি। হার্ডডিস্কের কোন ফাইল ডিলিট করা যায় না এবং ড্রাইভও ফরম্যাট হয় না। ফাইল ডিলিট করলে বা ড্রাইভ ফরম্যাট করলে পরে আবার তা আগের অবস্থায় ফেরত আসে। হার্ডডিস্ক রিপেয়ার করার এবং পার্টিশন ব্রেক করার কার্যকর সফট এর সন্ধান চাই।
২। এক্সটারনাল হার্ডডিস্ককে ওএস ইনস্টল করে প্রাইমারি হিসাবে ব্যবহার করা যায় কি?
কেউ জানলে বিস্তারিত জানাবেন।
আমি moonnir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
so simple...
১. GParted, ভাল হয় একটি লিনাক্সের লাইভ সিডি জোগাড় করতে পারলে। ওটায় জিপার্টেড দেয়াই থাকে।
২. খুব ভালভাবেই সম্ভব। শুধু বুট করার সময় এক্সটর্নালটাকে প্রাইমারী হিসেবে দেখিয়ে দিন।