সফট চাই, সাহায্য চাই, হার্ডডিস্ক প্রবলেম

১। গত ১৫-২০ দিন যাবৎ হার্ডডিস্কের প্রবলেমে ভুগছি। হার্ডডিস্কের কোন ফাইল ডিলিট করা যায় না এবং ড্রাইভও ফরম্যাট হয় না। ফাইল ডিলিট করলে বা ড্রাইভ ফরম্যাট করলে পরে আবার তা আগের অবস্থায় ফেরত আসে। হার্ডডিস্ক রিপেয়ার করার এবং পার্টিশন ব্রেক করার কার্যকর সফট এর সন্ধান চাই।

২। এক্সটারনাল হার্ডডিস্ককে ওএস ইনস্টল করে প্রাইমারি হিসাবে ব্যবহার করা যায় কি?

কেউ জানলে বিস্তারিত জানাবেন।

Level 0

আমি moonnir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

so simple...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

১. GParted, ভাল হয় একটি লিনাক্সের লাইভ সিডি জোগাড় করতে পারলে। ওটায় জিপার্টেড দেয়াই থাকে।
২. খুব ভালভাবেই সম্ভব। শুধু বুট করার সময় এক্সটর্নালটাকে প্রাইমারী হিসেবে দেখিয়ে দিন।

    Level 0

    ১। লিনাক্সের লাইভ সিডি বাজারে পাওয়া যাবে কি?
    ২। এক্সটারনাল হার্ডডিস্কে উইন্ডোজ ইনস্টল করতে পারছি না।

    ১. মনে হয় না। ডাউনলোড করে নিতে পারেন।
    ২. কেন কি সমস্যা? আমিতো পেনড্রাইভেও ফুল ওএস ইন্সটল করেছি।

For your problem you may visit http://www.webroot.com and download “Window washar 6.6.0.67” for free. After that within that soft you will get “System Eraser” option & you will create a bootable CD for Formating your Hard disk drive. If you successfully format your Hard disk than please make a comments.
Thanks.

দরকারি ফাইল সরাইয়া নেন…।তারপর ভাল কইরা ফরমেট মারেন…।।দরকার হইলে zero filling মারেন…।এর থেইকা ভাল উপায় আর হইব না…।তারপর না হইলে আশা ছাইরা দেন…। 🙁

    উনারটা তো ফরম্যাটই দেওয়া যাইতাছে না।

    ————————————————————————
    Get 500mb cPanel Free Hosting

    তাহলে ভাই আশা ছেরে দেয়া ভাল…। 🙁

    আমার তা মনে হয় না। নতুন পার্টিশন টেবল করলেই ঠিক হয়ে যাওয়ার কথা।

    ————————————————————————
    Get 500mb cPanel Free Hosting

    Level 0

    কোনভাবেই ফরম্যাট করা এবং নতুন পার্টিশন করা যাচ্ছে না।

YOU CAN USE HARD DISK RE-GENERATOR SOFTWARE. DOWNLOAD FROM http://WWW.ISOHUNT.COM WITH CRACK

Level 0

তারপরও সমাধান না হলে ফেইসবুকে টেকনোলজী জগতের খুটি-নাটি নিয়ে পেইজ আছে, সেখানে যোগাযোগ করুন 🙂

আরে ভাই কিছু করতে হবে না এটাকে নদীর কিনারে ১০ দিন রেখে দিন। জেয়ার বাটার পানিতে সব ঠিক হয়ে যাবে।