সাহায্য চাই। নোকিয়া e-63। ফোন স্লো হয়ে গেছে।

আমি প্রায় ৬ মাস যাবত নোকিয়া এ ৬৩ ব্যবহার করতেছি। ফোনটা ভাল। কিন্তু কিছুদিন ধরে আমি সমস্যার মুখোমুখি হচ্ছি। অপপ্লিকেশন মেনেজারে কিছু অপপ্লিকেশন ইনস্টল্ড পাচ্ছি। যা কিভাবে কখন ইণ্টল হয়েছে আমি কিছুই জানি না। সাথে সাথে আমার ফোনে অনেক স্লো হয়ে গেছে। মাঝে মাঝে রেসপন্স করতে অনেক সময় নেয়। আর ওই সকল অ্যাপ্লিকেশন গুলো আনইনস্টল করা যাচ্ছে না। কিছু অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে battery, hide contacts, digital clock, sysplugin. প্লিজ আমাকে সাহায্য করুন। কিভাবে আমি রিমুভ করতে পরী ঐসব। আথবা কিভাবে আমি সব কিছু ক্লিয়ার করে আগের অবস্থাতে ফিরে যেতে পরী। factory restore এ তো কাজ হয় না। আমি শুনেছিলাম হার্ড ফ্লাশ বা তেমন কিছু নাকি করা যায়। সেটা কী কার্যকরি হবে? হলে কী করে করতে হয়? এখানে অনেক ফোনে গুরু আছেন। তারা নিশ্চয় আমাকে এ বেপারে সাহায্য করতে পারবেন.

Level 0

আমি সামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সামী ভাই আপনি এ এম আরাফাত হায়দার ভাই-এর টিউনটি দেখতে পারেন উপকার হলে জানাবেন

টিউনটি —- https://www.techtunes.io/mobileo/tune-id/33035/

    শরীফ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। হ্যা আমি টিউনটি এর আগেই পড়েছি। আমার ফোন এর ওয়ারেন্ট এখনো আছে। কিন্তু নোকিয়া কেয়ারে গেলে ওরা রেখে দিতে চায় 2 সপ্তাহের জন্য। যা আমি চাই না। ফ্লাশ দেওয়ার হলে ওখান থেকেই দেওয়াটা আপাতত ভাল ভাবছি। আমি কোনও আনইনস্টল করার পদ্ধতি আশা করছিলাম আসলে। আথবা সেট থেকেই ফ্লাশ দেওয়ার উপায় চাচ্ছিলাম। কোথাও পড়েছিলাম যে তিনটা বাটন একত্রে চেপে হার্ড ফ্লাশ বা এমন কিছু করা যায়, আমার এই মূহুর্তে মনে নাই। যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনার নজরে পড়েছে কাল অন্য কারো নজরে পড়বে, আর আমাকে হেল্প করবে ইনশাল্লাহ। আর আপনি তো আছেন। আপনি জানলে আমাকেও জানবেন।

    সামী ভাই আপনি মোবাইলিটি অফ করে * call baton and 3 এক সাথে চেপে অন করুন ।

    আরেকটি কোড হলো *#7370#

    উপকার হলে জানাবেন

    ধন্যবাদ।

      আপনাকে আবার ধন্যবাদ। সবশেসে আমি নোকিয়া কেয়ার এ দিয়েছিলাম। এখান ফার্স্ট ক্লাস চলতেছে। পরবর্তীতে সমস্যা পড়লে অবশ্যই ট্রাই করব।

    ভাই যা কোড দিয়ে রেস্টোর হয় যা আগেও করেছি কোনও ফল পাই নাই। আর যেই বাটন প্রেস করতে বললেন টা কাজ করে নাই।

    হু দেখেছি। অনেক ভাল। ট্রাই করবো

nokia website এ গিয়ে set এর software update করেন…………..

    নেট এর যে অবস্থা অনলাইন আপডেট ভয় করে। আমার একটা জাভা সেট নষ্ট হয়ে গেছে এভাবে। এখান এই সিম্বিয়ান ফোনে চেষ্টা করার কোথায় ভয় হয়।