সুপ্রিয় টিউনারগণ, আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আমি বর্তমানে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার প্রকৌশল বিষয়ে পড়াশোনা করছি। টেকটিউনস থেকে অনেক কিছুই শিখেছি, বিভিন্ন ব্যাস্ততার কারণে এখন আর আগের মত টেকটিউনসে আসা হয় না। 😕 তাছাড়া টেকটিউনসে যেই পরিমানে স্প্যাম বা ভাওতাবাজীর টিউন বেড়ে গিয়েছে তাতে এই প্লাটফর্মের প্রতি যে কারও মধ্যে অনাগ্রহ তৈরি করতে সক্ষম। তাই নিজেই কিছু করার সিদ্ধান্ত নিলাম, যাতে আপনাদের কিছু শেখাতে পারি। 🙂
কয়েকদিন ধরে একটা আইটি হেল্প রিলেটেড চ্যানেল তৈরীর প্রস্তুতি নিচ্ছি। কিন্তু এক্ষেত্রে পাঠক বা End ইউজারদের চাহিদা/আগ্রহ/জানার বিষয় জানতে হবে। হার্ডওয়্যার রিলেটেড সমস্যা জানাবেন না, কেননা সেক্ষেত্রে কোন সার্ভিসিং সেন্টার রেফার করার বেশি তেমন কিছু করতে পারব না হয়ত। তবে সফটওয়্যার রিলেটেড সমস্যা হলে সেক্ষেত্রে হয়ত কিছু হেল্প হলেও করতে পারব। 😐
এছাড়া বিজ্ঞান বিষয়ে অধ্যয়নরতদের মধ্যে যারা ছোট, তাদের ক্যারিয়ার গাইডলাইন প্রয়োজন হলেও আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারো।
কম্পিউটার বা স্মার্টফোনের সফটওয়্যার রিলেটেড যেকোন টিপ্স/ট্রিক্স/ভিডিও টিউটোরিয়াল জানার থাকলে টিউনের টিউমেন্টে জানাবেন আপনারা। জানানোর পরপরই টিউন আশা করবেন না, কেননা আমি একজন মানুষ আমার অন্য কাজও আছে। এখন আপনাদের আগ্রহের বিষয়গুলো নিয়ে সময় সাপেক্ষে ভিডিও টিউটোরিয়াল বানিয়ে রাখব। আর আমি সবজান্তা টাইপের কেউ না, তারপরও আপনাদের জানার বিষয়গুলোর যেগুলো আমি শেখাতে পারব সেগুলো নিয়েই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। 🙂
ফেবুতে আমি...: কিছু ব্যক্তিগত সমস্যার জন্য ফ্রেন্ড রিকুয়েস্ট গ্রহণ করতে পারব না। তবে খুব প্রয়োজনে ইনবক্স করতে পারেন। সময় সাপেক্ষে উত্তর দিব।
আমি মোঃ মাহবুব আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।