সাহায্য করুন! মজিলার লেটেস্ট ভার্সন এ বাংলা নিয়ে সমস্যা হচ্ছে।

টেকি ভাইয়েরা আমাকে একটু সাসাহায্য করুন। আমি আজকে মজিলার ৪.০ বেটা ভার্সনটা ডাউনলোড করেছি। এরপর থেকেই বাংলা লেখা উল্টাপাল্টা দেখাচ্ছে। কি করব কিছুই বুঝছি না। একটু তাড়াতাড়ি হেল্পটা করলে ভাল হয়।

আর বানান ভুল হলে মাফ করে দিবেন। আমি নিজেই কিছু বুঝছি না। আন্তাজে লিখলাম।

Level 0

আমি মাখন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 961 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একটা ফাজিল। সবসময় ফাজলামো করতে ভালোবাসি। আর আমি প্রায় সবসময় হাসিখুশি থাকি। আমাদের সমাজে সবার এত বেশি দুঃখ যে কাওকে একটু হাসতে দেখলেই মনে করে তার মাথার স্ক্রু কয়েকটা পড়ে গেছে। আমি তাদের সাথে একমত, আমার শরীরের যে অংশ আমাকে হাসতে দেবে না, আমার তার দরকারও নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মাখন ভাই মজিলা বেটায় আমারো বাংলা সমস্যা হইছিল,তারপর আমি বেটা রিমুভ করে ৩.৬ ইন্সটল করেছি এইটাতে বাংলায় সমস্যা হয় না।

    আতাউর ভাই, আপনি কি টেকটিউনস কোন টিউন করেন নি। অনেক খুজেও পেলাম না। করে থাকলে আমাকে কি লিঙ্কটা দেবেন প্লিজ।

    জ্বিনা ভাই আমি কোন টিউন করিনাই,
    কারন প্রযুক্তি নিয়ে টিউন করার মতন যোগ্যতা আমার নাই।
    তাই আমি স্বার্থপরের মতন শুধু টিটি থেকে নিয়েই যাচ্ছি কিন্তু কিছু দিতে পারছিনা।