ইন্টারনেট স্পেশালিস্টরা সাহায্য করুন প্লিজ।

ইন্টারনেট স্পেশালিস্টরা সাহায্য করুন। আমার ব্রডব্রেন্ড লাইন ৫১২ KBPS এর। সকল সাইট এর ডাউনলোড স্পিড ৫০-৬৫ kbps. কিন্তু ইউটিউব এর স্পিড ভাগ করা আছে। ফলে ইউটিউবে ডাউনলোড স্পিড পাই ৪৫০-৫৫০ KBps. google play store এও এমন দারুন স্পিড পাই।

.

এখন কথা হলো- আমি কি কোনভাবে এই ইউটিউব এর স্পিড সকল সাইট এর জন্য ব্যবহার করতে পারি? কোন উপায় কি আছে যাতে সকল সাইট হতেই এই রকম ৪০০-৫০০ kbps করে ডাউনলোড করতে পারব?

শব্দ কম।  তাই একটি পছন্দের কবিতা দিলাম।

ভুলে যাও তুমি পূর্বেও ছিলে
মনে করো এই বিশ্ব নিখিলে
এবারই প্রথম তুমি৷
 
এর আগে তুমি কোথাও ছিলে না
ছিলে না আকাশে, নদী জলে ঘাসে
ছিলে না পাথরে ঝর্ণার পাশে৷
এবারই প্রথম তুমি৷
 
এর আগে তুমি কিছুতে ছিলে না৷
ফুলেও ছিলে না, ফলেও ছিলে না
নাকে মুখে চোখে চুলেও ছিলে না৷
এবারই প্রথম তুমি৷
 
এর আগে তুমি এখানে ছিলে না
এর আগে তুমি সেখানে ছিলে না
এর আগে তুমি কোথাও ছিলে না৷
এবারই প্রথম তুমি৷
 
রাতের পুণ্য লগনে ছিলে না
নীল নবঘন গগনে ছিলে না৷
এবারই প্রথম তুমি৷
 
এর আগে তুমি তুমিও ছিলে না৷
এবারই প্রথম তুমি৷

ইন্টারনেট স্পেশালিস্টরা সাহায্য করুন। আমার ব্রডব্রেন্ড লাইন ৫১২ KBPS এর। সকল সাইট এর ডাউনলোড স্পিড ৫০-৬৫ kbps. কিন্তু ইউটিউব এর স্পিড ভাগ করা আছে। ফলে ইউটিউবে ডাউনলোড স্পিড পাই ৪৫০-৫৫০ KBps. google play store এও এমন দারুন স্পিড পাই।

.

এখন কথা হলো- আমি কি কোনভাবে এই ইউটিউব এর স্পিড সকল সাইট এর জন্য ব্যবহার করতে পারি? কোন উপায় কি আছে যাতে সকল সাইট হতেই এই রকম ৪০০-৫০০ kbps করে ডাউনলোড করতে পারব?

 

ধন্যবাদ।

Level 0

আমি আমি কে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Not possible…Apni youtube or google play te same speed pan coz ai 2ta e google er sarver…akhane apni sudu google er sarver gula te e 450 or 550 KB paben but onno jaygay to alada sarver so ata possible na

ব্রাউজিং এর জন্যে কোন বুদ্ধি দিতে পারছি না তবে ডাউনলোড এর জন্যে বুদ্ধি দিতে পারি । ডাউনলোড করার সময় এই স্পীড পেতে পারেন । । fb.com/tuhin.bdb

Mr.Habib…… Please Let me know….. I’m eagerly waiting….. r ami fb use kori na, tai plz ekhane janan, ba amake mail korun. plz Anik 707 @ gmail. com