আস্লামুয়ালাইকুম।
আমি রবি সাহায্য চাইছি এই মর্মে যে,আমার একটু সাহায্য প্রয়োজন।
পরসমাচার, কিছুদিন আগে আমি দুটি DVD Write করেছিলাম Ashampoo Burning Studio 6.30 software দিয়ে।
Write করার পর DVD দুটি আমি Open করে দেখেছি যে DVD দুটি সঠিক ভাবে Write হয়েছে।কিন্তু DVD দুটি অন্য Computer
এ Open হচ্ছে কিন্তু ভিতরে কিছুই Show করছেনা। DVD দুটি DVD ROM এ প্রবেশ করানোর পর Properties এ Used Space 0 bytes
এবং Free Space 0 bytes Show করছে। শুধু Write করা DVD ই এই সমস্যা করছে,কিন্তু অন্য যে কোন Original DVD ঠিকই চলছে।
উল্লেখ্য যে, যে Computer এ এই সমস্যা দেখা দিচ্ছে,সেই Computer এ DVD Read/Write দুটোই করা যায়।
সবিনয় বিনীত নিবেদন এই যে, কেউ আমাকে এই সমস্য থেকে উদ্ধার করে সাধিত [সাহায্য] করুন।
খোদা হাফেজ।
আমি রবিউল ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথমে টিউনের কেটাগরি চেন্জ করেন পরে হেল্প করবো। কেটাগরি থেকে টিউন টি সাহায্য বিভাগে সিলেক্ট করুন