গুগল আ্যডসেন্স এর সাহায্য চাই
আসসালামু আলাইকুম। টিওন শুরু করার আছে আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক এর শুভেচ্ছা । আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি।আমি আপনাদের সামনে একটি আমার সমস্যা তুলে ধরতে চাই। আসলে আমি অনেক দিন যাব্ৎ একটি সমস্যায় সম্মুখিন হচ্ছি। গুগল আ্যাডসেন্স এ আমি অনুমোদন পাইছি। তবে আমার সাইটে বিঞ্জাপন য়োগ করতে পারছি না। গুগল আ্যাডসেন্স থেকে বিঞ্জাপন যোগ করার জন্য কোড পাইছি। কোড বসাইছি আমার সাইটে তবে। তবে গুগল আ্যাডসেন্স এর মধ্যে সেটি সাবমিট হচ্ছে না। গুগল আ্যাডসেন্স এর মধ্যে ads এর মধ্যে চেক করতে বিঙ্গাপন এর স্থান গুলো সেখানে দেখায়। আমার সাইটে অনেক দিন আগে বাংলা টিউন ছিল। সেই টিউন গুলো ডিলেট করে দিছি। তুবও কিন্তু আসতেছে না। আমার সাইটটি হচ্ছে http://WWW.MUJIBTRADER.BLOGSPOT.COM
কিন্তু আমার সাইটে বিঞ্জাপন দেখাচ্ছে না। আমি কি করলে আমার সাইটে তারা বিঞ্জাপন বসাবে। অনেক দিন যাবৎ আমি এ সমস্যায় ভোগ করতে করতে আমার মাথা ঠিক নাই। আজ যদি আমি এ সমস্যার সমাধান পাই তাহলে কি করে টেকটিওন এর পরিবারের সবাইকে ধন্যবাদ জানাব আমি নিজেও জানি না। প্লিজ একটু আমাকে জানাবেন। এ কাজটি যদি করেন তাহলে আমি চির ক্রিতঙ্গ থাকিব। এখর আমি কি করতে পারি। প্লিজ একটু সাহায্য করুন। প্লিজ প্লিজ প্লিজ। আমার সাথে ফেজবুকে যোগাযোগ করার জন্য এখানে
টিওনটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
আমি মুজিবুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Goggle Webmaster Tools এ আপনার সাইট আবার সাবমিট করে আপেক্ষা করুন । তারপর ট্রাই করুন ।