আসসালামুআলাইকুম ভাইয়েরা ভাল আছেন সবাই নিস্চই, আমি এক মহা প্রলয়ংকারী সমস্যার মধ্যে আছি।
আমার পিসিতে Google Chrome Open করা যাচ্ছে না। Open করলে অনেকক্ষন Loading.......থেকে একটা ম্যাসেজ আসে , এটার Wait এ ক্লিক করলে মেস্যেজ টি চলে যায় আর Kill Proses ক্লিক করলে কাজ করে না। আর পিসি স্লো হয়ে যায় ( আমার ধারনা) এটা কি জন্য হয় বুঝতে পারছি না ।
নিচে স্কিন সর্ট দিলাম দয়া করে আপনারা আমাকে এই সমস্যার থেকে উত্তরন (সমাধান) করেন।
ধন্যবাদ সবাই কে, ভাল থাকবেন।
আল্লাহ হাফেজ।
আমি কিসলু 420। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জন্ম, মৃত্যু, সৃষ্টি যার, সবার উপরে স্থান তার।