সাহায্য চাই সাহায্য চাই(ক্রম এর কেমন আচরন)

আসসালামুআলাইকুম ভাইয়েরা ভাল আছেন সবাই নিস্চই, আমি এক মহা প্রলয়ংকারী সমস্যার মধ্যে আছি।

আমার পিসিতে Google Chrome  Open করা যাচ্ছে না। Open করলে অনেকক্ষন Loading.......থেকে একটা ম্যাসেজ আসে  , এটার Wait এ ক্লিক করলে মেস্যেজ টি চলে যায় আর Kill Proses  ক্লিক করলে কাজ করে না। আর পিসি স্লো হয়ে যায় ( আমার ধারনা)  এটা কি জন্য হয় বুঝতে পারছি না ।

নিচে স্কিন সর্ট দিলাম দয়া করে আপনারা আমাকে এই সমস্যার থেকে উত্তরন (সমাধান) করেন।

12-15-2010 12-50-22 PM

ধন্যবাদ সবাই কে, ভাল থাকবেন।

আল্লাহ হাফেজ।

Level 0

আমি কিসলু 420। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জন্ম, মৃত্যু, সৃষ্টি যার, সবার উপরে স্থান তার।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস