আমি ভিসতা ইউস করতাম।একদিন উবুন্টু থেকে একটি সিডি পাওয়ার পর ইনস্টল করি।তারপর আমার নেটের লোক কে ডাকি আইপি টা সেটিংস করে দেওয়ার কারনে।সে এসে উবুন্টুর কিছুই বুঝে না।তাই আমি উইন্ডোস সেভেন ইনস্টল করি।যথারীতি ডাকি তাকে।অনেক চেষ্টা করেও লাইন আনতে পারলো না।অফিসে ফোন দেওয়ার পর জানা গেলো আমার লান ড্রাইভার নাকি আনিস্টল হয়ে গিয়েছে।এই হলো শুরু।তারপর আর নেট নেই।এখন তাই গ্রামীন ইউস করছি।ও আরেকটা কথা অফিস থেকে বলেছিলো মাদারবোর্ড এর সিডি দিলে নাকি আবার ইনস্টল করা যাবে,সেটা হারিয়ে ফেলেছি।এবার আর কোনো উপায় কি আছে ড্রাইভার ইনস্টল করার? আপনাদের সুবিধার্থে আমি ছবি দিলাম (ডিভাইস মানেজারের)
টেকটিউনসের কাছে সাহায্য চেয়ে কখনো খালি হাতে ফিরিনি।আশা করছি এবারও ফিরবো না
আমি রাফসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এক্সটার্নাল একটা ল্যান কার্ড লাগাতে পারেন। অথবা আশে পাশে কারো কাছে একই মডেলের মাদারবোর্ড থাকলে ধার আনতে পারেন তার সিডিটি।