সবাই কে আমার সালাম জানাচ্ছি।
আমি কয়েক মাস অনলাইনে কাজ করে $৩৫ আয় করেছি। কিন্তু আমার কনো ব্যাংক একাউন্ট বা ক্রেডিট কার্ড নেই, তাই আমি টাকা গুলো আমার কাছে আনতে পারছিনা। আমি রেমিট টু সেলের ব্যাপারে শুনে খুব খুশি হয়ে ছিলাম। কিন্তু রেমিট টু সেলে যখন টাকার এমাউন্ট সিলেক্ট করে বিল পেয়েমেন্টে যাই, তখন তারা ব্যাংক একাউন্ট বা ক্রেডিট কার্ড ইনফর্মেশন চায়।এখন আমি কিভাবে ক্রেডিট কার্ড বা ব্যাংক একাউন্ট ছাড়া মোবাইলে টাকা পাঠাবো?
আমি খুবি আন্নন্দিতো এবং খুশি হবো যদি আপ্নারা আমাকে সাহায্য করতেন।আমি আপনাদের উত্তরের জন্য অপেক্ষা করবো।
আর যারা জানতে চান যে আমি কিভাবে অনলাইনে টাকা আয় করি, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।
আমার ইমেইল আইডি---- metalz_dj@yahoo.com
টিউন্টি পরার জন্য ধন্যবাদ।
আমি আশিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি paypalbd.com এর সাহায্য নিতে পারেন অথবা flexi-load ডট কম থেকে সরাসরি কার্ড ক্রয় করতে পারেন তবে রেট অনেক বেশি। ১.২৫ ডলার = ৫০ টাকার কার্ড। আপনি তার চেয়ে আরো কিছু ডলার জমা করে বাংলাদেশে পেপাল ডলার ক্রয় করে এমন কারো কাছে সেল করে দেন। আর আমি আগ্রহী অনলাইনে আয়ের ব্যাপারে। আমাকে মেইল করেন princebasail@gmail