এডসেন্স সাহায্য চাই (নতুন ব্লগার)

ভাই আমার http://earnerblogs.blogspot.com/ সবেমাত্র AdSense যোগ করেছি
মধ্যম ভাগে AdSense টি প্রদর্শন করসে।
কিন্তু ডান সাইডের AdSense টি প্রদর্শন করসে না ।
অনেক কয়েক বার এডিট করেসি কিন্তু কনো ফল পাই নাই

কি করলে আডটি দেখাবে , একটু সাহায্য করবেন প্লিজ

Level 0

আমি micro। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মানুষের জন্য কাজ করতে চাই


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার সাইটের অবস্থা বেশ নাজুক। আগে ইমপ্রুভ করেন তার পর সব পারবেন। এলেক্সা রেঙ্ক নাই ! বুঝাই যাচ্ছে প্রতিদিন কি পরিমান ভিজিটর! আসে। seo improve করেন আর আমার সাইট টি দেখুন। দেখবেন পার্থক্য কোথায়? । gsmsolutionforum.blogspot.com . Alxa Ranking এ আমার সাইট টা খুব ভাল স্থানে আছে আর আপনার Alexa Rank নাই, মানে Visitor নাই।

    Level 0

    সাহায্যের জন্য চেয়ে রইলাম ।। অনেক ধন্যবাদ

Level 0

এডিসন্স একাউন্টটি চেক করে দেখেন তারপর এইচটিএমএল কোডটি এনে সেট আপ দিন হয়ে যাবে

Level New

আপনার ব্লগ দেখলাম। এখনই কেন আয়ের চিন্তা ভাই? শুধুই আশাহত হতে হবে তাহলে। আগে ব্লগ নিয়ে কাজ করুন, seo করুন। সাইটে আপনার নিয়মিত দৈনিক ৫০০ পেজভিউ হোক, তারপর এড থেকে আয়ের চিন্তা করেন। এটা ইয় নিয়ে ভাবার সময় না, ব্লগ নিয়ে কাজ করার সময় আপনার।
শুভ কামনা রইল।

    Level 0

    boss একটু সাহস দিলে কাজ করে আনন্দ পাই। আয় নিয়ে ভাবি না। google ads আমার সাইটে ভাবতেই ভাল লাগে , তাই একটু ট্রাই করসিলাম আর কি ?
    সাহায্যের জন্য চেয়ে রইলাম ।। অনেক ধন্যবাদ

Level New

হ্যা ভাই বুঝতে পারছি, দুই বছর আগে আমিও একই অবস্থায় ছিলাম।
যাই হোক আপনি কি এডিট করেছেন সেটি লিখেননি। ব্লগস্পট ডিজাইনে গিতে এড এ গ্যাজেট থেকে এডসেন্স গ্যাজেট যোগ করে সাইজ নির্ধারণ করে কাংখিত স্থানে বসিয়েছিলেন? তাহলে তো আর কোনো ঝামেলা থাকার কথা না।
আর একদম নতুন সাইটে এডসেন্স বসাবার একটু ঝুঁকি আছে। কারন আপনি এখন নতুন অবস্থায় সাইট দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবেন, এটা যোগ করবেন- সেটা বাদ দিবেন না তাই না? কিন্তু এডসেন্স যে আপনার প্রতিটা হিট/ভিজিটকে একেকটা এড ইম্প্রেশন হিসেবে কাউন্ট করবে। আর যেহেতু গুগল জানে ঐটা আপনার আইপি তাই সেটা আপনার একাউন্টের জন্য ক্ষতির কারণ হতে পারে। বুঝতে পারছেন আমি কি বললাম। না হলে জানাবেন।
একটা প্রশ্ন। আপনি কি আপনার এই ব্লগের জন্যই এডসেন্স আবেদন করেছিলেন? কবে সেটা?

    Level 0

    অহঃ ভাই আবার আমার আশা জাগাইলেন ! আপনার মত লোকের খুব দরকার আমদের এই দেশে। আমার আরও একটি ব্লগ ছিল কিন্তু সেটি বন্ধ করে দিয়েছে। তাই এখন আবার এই সাইট টি নিয়ে ছাপিয়ে পড়েছি ,আমার শুধু ইচ্ছা সবাই জানুক । এই http://freelancerstory.blogspot.com/ সাইট টি থেকে শিক্ষা নিছি। জাই হোক একটু সাহায্য করলে মনে হয় আগাইতে পারবো । অনেকে নেট এ আয় বিশয়ে খুব বেশী জানেও না। তাই ভাবলাম যদি কিসু করা যায় , ভাই আপনার একটু মেইল আর facebook প্রফইল লিংক টা দিবেন

    Level New

    শেখার জন্য হয়তো সাইটটি খারাপ না কিন্তু হাসান ভাইয়ের ব্লগের উপর কিছু নেই বাংলা ভাষায়। গুরু থাকলে এই একজনই। নিজের ব্লগিং পজ করে আগে http://bn.jinnatulhasan.com/blog ওনার ব্লগের আগা মাথা পড়েন। অনেক কিছু জানবেন।
    আর আমার মেইল [email protected]। যেকোনো সমস্যায় মেইল করতে পারেন। আমার বিদ্যায় কুলালে অবশ্যই উত্তর পাবেন। কারণ আমিও তো শিখছি ভাই।

এই পোষ্টটা দেখতে পারেন http://blogdesh.com/earn/462