সাহায্য চাই, সাহায্য AutoCAD এর সাহায্য চাই।

আশা করি সবাই ভাল আছেন। আমি টেকটিউনসে নতুন এবং এটা আমার প্রথম লিখা। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ছি। ক্লাশে AutoCAD দিয়ে কাপড়ের ডিজাইন করে নিতে বলেছে।আমি AutoCAD এর কিছুই পারিনা। কেহ যদি AutoCAD এর উপর টিউন করে আমাকে সাহায্য করেন খুবই উপকৃত হব ও আমার জন্য AutoCAD এর কোন ভার্সন ভাল হবে তা জানাবেন দয়াকরে।

-টেকটিউনসের সকলের প্রতি শুভ কামনা রইল।

Level 3

আমি বদরুল আলম অপু। Industrial Engineer, Palmal Group, Gazipur City.। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই অটোক্যাডের জন্য ২০০৪ ভার্শনটা শিখার জন্য ভাল
আর আমি অটোক্যাডে কাজ করেছিলাম,
বাট লিখতে পারবো কি না জানিনা
তবে কোন সমস্যা হলে আমাকে <a href="www.facebok.com/ComputronicsBD"এখানে নক করবেন,
আশা করি নিরাশ হবেননা 🙂

Level 0

ভাই অটোক্যাডের জন্য ২০০৪ ভার্শনটা শিখার জন্য ভাল
আর আমি অটোক্যাডে কাজ করেছিলাম,
বাট লিখতে পারবো কি না জানিনা
তবে কোন সমস্যা হলে আমাকে এখানে নক করবেন,
আশা করি নিরাশ হবেননা 🙂

অটোক্যাড শেখার জন্য ২০০৫ সবচেয়ে ভালো। আসল কথা যে যেটা নিয়ে কাজ করতে ভালোবাসে। আর আপনাকে কোথায় যেনো দেখেছি। মানে চেনা চেনা লাগে। যাই হোক যদি দরকার হয় [email protected] এ knock করবেন।

বাজারে বাংলা ও ইংরেজি ভাষায় ভিডিও টিউটোরিয়াল এবং অটোক্যাড এর বই পাওয়া যায়। এগুলো থেকে নিজে নিজে শিখতে পারবেন।

Level 3

সবাইকে thank`s, রানা ভাই ,আমি গাজীপুরে থাকি , আপনি যদি গাজীপুরে থাকেন তাহলে আমাকে কোথাও দেখে থাকবেন।

    হাঁ ‍আমি বেশ কিছুদিন গাজিপুরে ছিলাম মনে হয় ‍আপনাকে সেখানে দেখেছি। ঠিক ‍আছে ভালো থাকবেন। ‍আর প্রয়োজন হলে knock করবেন।

ami civil engineering er student …. autocad er upor tune korar issa ase …. jodi apnara chan r ki …..